চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

শীতকালীন সবজিতে বাজার ভর্তি, দাম কমার লক্ষণ নেই

নিজস্ব প্রতিবেদক 

৮ ডিসেম্বর, ২০২৩ | ৮:৪৩ অপরাহ্ণ

শীতকালীন তাজা সবজিতে ভরপুর বাজার। সবজির ভরা মৌসুমে বাজারে সবজিতে ভরপুর হলেও এ সময় যেভাবে দাম কমার কথা সে ভাবে কমেনি প্রায় সবজির দাম।

 

পাশাপাশি চড়া দামে বিক্রি হচ্ছে চিনি, পেঁয়াজ, রসুন ও আদা। তবে কমেছে লেয়ার ও সোনালী মুরগির দাম। অপরিবর্তিত রয়েছে ব্রয়লার মুরগি। গতকাল নগরীর বহদ্দারহাট বাজারে দেখা যায়, শীতকালিন সবজির মধ্যে নতুন আলু বিক্রি হচ্ছে ৯০ টাকায়। এছাড়া পুরনো আলু বিক্রি হচ্ছে ৪৮-৫০ টাকায়। নতুন শিম বিক্রি হচ্ছে ১০০ টাকায়, বাঁধাকপি ৩০-৪০ টাকায়, ফুলকপি ৫০-৬০ টাকায়, বেগুন ৬০-৭০ টাকায়, কাঁচামরিচ ৭০-৮০ টাকায়, বরবটি ৬০-৭০ টাকায়, করলা ৫০-৬০ টাকায়, ধুন্দুল ৪০-৫০, ঝিঙ্গা ৪০-৫০ টাকায় ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৩৫-৪০ টাকায়। এ ছাড়া প্রতি কেজি মুলা ৩০-৪০ টাকায়, পেঁপে ৩০-৩৫ টাকায়, শশা (খিরা) ৪০ টাকায় এবং টমেটো ৯০-১০০ টাকায় বিক্রি হচ্ছে।

 

বাজারে গত এক মাসের বেশি সময় চড়া দামে বিক্রি হচ্ছে চিনি। এখন প্রতি কেজি চিনি ১৪০ টাকায়, পেঁয়াজ বিক্রি হচ্ছে ১১০ টাকায়, রসুন বিক্রি হচ্ছে ১৯০-২০০ টাকায় এবং আদা বিক্রি হচ্ছে ১৯০- ২০০ টাকায়।  সোনালী মুরগি প্রতি কেজি বিক্রি হচ্ছে ২৬০ টাকায়, লেয়ার ২৭০ টাকায় এবং ব্রয়লার মুরগি বিক্রি হচ্ছে ১৫০ টাকায়। এছাড়া মাছের বাজার ঘুরে দেখা যায়, তেলাপিয়া বিক্রি হচ্ছে ১৮০-২০০ টাকায়, রুই কাতলা ৩০০- ৪০০ টাকায়, মৃগেল ২২০-২৮০ টাকায়, পাঙ্গাস বিক্রি হচ্ছে ১৪০-১৮০ টাকায়।  এছাড়া সামুদ্রিক মাছের মধ্যে লইট্যা ১০০-১৪০ টাকায়, পোয়া মাছ মান ভেদে ১৪০-২০০ টাকায়, মলা মাছ ১২০-১৪০ টাকায় বিক্রি হচ্ছে।

 

 

পূর্বকোণ/সাফা/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট