চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে জাল টাকা নিয়ে ২ যুবক ধরা

নিজস্ব প্রতিবেদক

৭ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৩ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর বন্দর থানাধীন নিমতল খালপাড় এলাকা থেকে বিপুল পরিমাণ জাল টাকাসহ দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলো- নোয়াখালীর কবিরহাট থানার ধানসিঁড়ি ইউপির মো. সেলিমের ছেলে মো. শাকিব (২০) ও ময়মনসিহংহের মুক্তাগাছা থানার কৃষ্ণনগর এলাকার কার্তিক বিশ্বাসের ছেলে অন্তর বিশ্বাস (২২)।

বুধবার (৬ ডিসেম্বর) রাত ১১টায় তাদের গ্রেপ্তার করা হয়।

বিষয়টি নিশ্চিত করেছেন বন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সঞ্জয় কুমার সিনহা। তিনি বলেন, গতকাল নিমতল খালপাড়ব্রিজ এলাকায় একটি দোকানের সামনে জাল টাকার নোট লেনদেন করার সময় স্থানীয়রা তাদের আটকে রাখে। পরে খবর পেয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের কাছে থেকে ৯ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। পরে তারা জানায় আলাউদ্দীন নামে আরেকজনের কাছ থেকে জাল টাকা সংগ্রহ করে পাহাড়তলীর বউ-বাজার এলাকার শাকিবের বাসায় রাখতো। পরে শাকিবের বাসায় অভিযান চালিয়ে ২ লাখ ৭১ হাজার টাকার জাল নোট জব্দ করা হয়। গ্রেপ্তার অন্তর বিশ্বাসের বিরুদ্ধে হালিশহর ও কুমিল্লার দাউদকান্দি থানার দুটি মামলা রয়েছে। গ্রেপ্তারদের বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট