চট্টগ্রাম বুধবার, ১৭ ডিসেম্বর, ২০২৫

সর্বশেষ:

ছোরাসহ ছিনতাইকারী চক্রের ৭ সদস্য গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৪ ডিসেম্বর, ২০২৩ | ৯:১৫ অপরাহ্ণ

 নগরীর কোতোয়ালী থানা এলাকা থেকে ছিনতাইকারী চক্রের সাত সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার দিবাগত রাতে পুরাতন রেলস্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। এসময় তাদের কাছ থেকে ৫টি  টিপছোরা উদ্ধার করে পুলিশ। বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এম ওবায়দুল হক।

 

গ্রেফতাররা হলেন, চট্টগ্রামের পটিয়ার কোলাগাঁও ইউনিয়নের কোলাগাঁও এন্দু মিয়ার বাড়ির মৃত শামসুর রহমানের ছেলে মো. বাদশাহ (৩১), সাতকানিয়া থানাধীন দেওদীঘি আমির হোসেন মেম্বার বাড়ির নজির আহমদের ছেলে মো. সাহেদ (২৩), কক্সবাজার জেলার সদর থানাধীন কলাতলী বন্দকপাড়ার মৃত মিজানুর রহমানের ছেলে মো. করিম (২২), একই থানার পিএম খালী গ্রামের ছাবের আহমেদের ছেলে মো. রুবেল (২৮) এবং তিন শিশু রয়েছে। তারা নগরীর বিভিন্ন স্থানে ভাসমান হিসেবে বসবাস করে।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট