চট্টগ্রাম মঙ্গলবার, ১৬ ডিসেম্বর, ২০২৫

চমেক হাসপাতাল থেকে আরও এক দালাল গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

৩ ডিসেম্বর, ২০২৩ | ৬:২৮ অপরাহ্ণ

চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতাল থেকে রিমন শর্মা (২০) নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়েছে। গ্রেপ্তার রিমন শর্মা কক্সবাজারের রামু থানার দেয়াংপাড়া এলাকার দুলাল শর্মা ছেলে । বর্তমানে নগরীর দুই নম্বর গেইট এলাকার আলফালা গলির বাসিন্দা। 

 

রবিবার (৩ ডিসেম্বর) দুপুর পৌনে চারটায় হাসপাতালের ২য় তলা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি পূর্বকোণকে বলেন, ‘হাসপাতালের ২য় তলা থেকে দালাল রিমনকে গ্রেপ্তার করা হয়েছে। আইনগত ব্যবস্থা নিয়ে তাকে আদালতে পাঠানো হয়েছে।’

 

উল্লেখ্য, শনিবার (২ ডিসেম্বর) দুপুর দেড়টায় হাসপাতালের নিচতলার ন্যায্যমূল্যের ওষুধের দোকানের সামনে থেকে রুমা আক্তার (৩৫) নামে এক দালালকে গ্রেপ্তার করা হয়।

 

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট