চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি, ৬ প্রতিষ্ঠানকে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

৩০ নভেম্বর, ২০২৩ | ৪:১৪ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেট এলাকায় মূল্য তালিকা হালনাগাদ না করাসহ নানা অপরাধে ছয়টি প্রতিষ্ঠানকে ১২ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।

 

বৃহস্পতিবার (৩০ নভেম্বর) দুপুর সোয়া ১২টায় কর্ণফুলী কাঁচা বাজারে এ অভিযান পরিচালনা করেন ভোক্তা অধিদপ্তর চট্টগ্রামের সহকারী পরিচালক নাসরিন আক্তার।

 

তিনি জানান, নগরীর ২ নম্বর গেট এলাকার কর্ণফুলী কাঁচা বাজারে অভিযান পরিচালনা করা হয়েছে। এ সময় ৩টি মাংসের দোকানে মূল্য বেশি রাখায় ৫ হাজার টাকা, ২টি মুদি দোকানে মূল্যতালিকা হালনাগাদ না থাকায় ৪ হাজার টাকা, একটি মুদি দোকানে মেয়াদোত্তীর্ণ পণ্য বিক্রি করায় ৩ হাজার টাকা জরিমানা করা হয়েছে। ভবিষ্যতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট