চট্টগ্রাম বুধবার, ৩০ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

চট্টগ্রামের ১৬ সংসদীয় আসন

নৌকায় উঠতে চান আরও ৬৮ জন

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩ | ৫:৪৭ অপরাহ্ণ

আওয়ামী লীগের কেন্দ্রীয় নির্বাচন পরিচালনা কমিটির চট্টগ্রাম বিভাগের উপ-কমিটির সদস্য ও দক্ষিণ জেলা আওয়ামী লীগের সদস্য সালাউদ্দিন সাকিব পূর্বকোণকে বলেন, আওয়ামী লীগের দলীয় মনোনয়ন ফরম বিতরণের দ্বিতীয় দিনে ৭১টি ফরম বিতরণ করা হয়েছে। এরমধ্যে তিনজন দুটি করে ফরম সংগ্রহ করেছেন। দুই দিনে ১৪৩টি মনোনয়ন ফরম বিতরণ করা হয়েছে।

 

যারা ফরম সংগ্রহ করেছেন :

চট্টগ্রাম-১ (মিরসরাই) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এ কে এম বেলায়েত হোসেন, মো. গিয়াস উদ্দিন।

 

চট্টগ্রাম-২ (ফটিকছড়ি) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আফতাব উদ্দিন চৌধুরী।

 

চট্টগ্রাম-৩ (সন্দ্বীপ) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ জাফর উল্ল্যাহ, মানিক মিয়া তালুকদার, এ কে এম বেলায়েত হোসেন, মহিউদ্দিন আহমেদ, মো. জামাল উদ্দিন চৌধুরী।

 

চট্টগ্রাম-৪ (সীতাকু- ও চসিকের ৯ ও ১০নং ওয়ার্ড) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন এসএম আল মামুন, বর্তমান সংসদ সদস্য দিদারুল আলম, চৌধুরী মোহাম্মদ জিন্নাহ আলী, রতেœন্দু ভট্টাচার্য।

 

চট্টগ্রাম-৫ (হাটহাজারী ও চসিকের ১ ও ২নং ওয়ার্ড) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ আবদুস সালাম, মোহাম্মদ মইনুদ্দিন, মোহাম্মদ ইউনুছ, বাসন্তী প্রভা পালিত।

 

চট্টগ্রাম-৬ (রাউজান) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোসলেম উদ্দিন চৌধুরী, ইমরাদুল কবির, মোহাম্মদ আবুল কালাম, দেবাশীষ পালিত।

 

চট্টগ্রাম-৭ (রাঙ্গুনীয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন আওয়ামী লীগের কেন্দ্রীয় যুগ্ম সাধারণ সম্পাদক ও তথ্য ও সম্প্রচারমন্ত্রী ড. হাছান মাহমুদ।

 

চট্টগ্রাম-৮ (বোয়ালখালী ও চসিকের ৩-৭নং ওয়ার্ড) আসন থেকে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কাউন্সিলর মো. মোবারক আলী, বেলাল হোসেন, সেলিনা খান, আবদুচ ছালাম, এসএম কফিল উদ্দিন, মোহাম্মদ দিদারুল আলম, বিজয় কুমার চৌধুরী, কাজী শারমিন সুমী, এসএম নুরুল ইসলাম।

 

চট্টগ্রাম-৯ (বাকলিয়া-কোতোয়ালী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মহিবুল হাসান চৌধুরী নওফেল, মুজিবুর রহমান, মোহাম্মদ দিদারুল আলম, মো. শহীদুল আলম।

 

চট্টগ্রাম-১০ আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন কে বি এম শাহজাহান, খোরশেদ আলম সুজন, মো. ইউনুছ, সৈয়দ মাহমুদুল হক, দেলোয়ার হোসেন ভূঁইয়া।

 

চট্টগ্রাম-১১ (বন্দর-পতেঙ্গা) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মোহাম্মদ খোরশেদ আলম সুজন, নজরুল ইসলাম বাহাদুর, বর্তমান সংসদ সদস্য এম আবদুল লতিফ, দেবাশীষ পাল, রেখা আলম চৌধুরী, মো. জাবেদ ইকবাল, সওগাতুল আনোয়ার খান।

 

চট্টগ্রাম-১২ (পটিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন চেমন আরা তৈয়র, সত্যজিৎ দাশ রুপু, হারুনুর রশিদ, জুলকারনাইন চৌধুরী।

 

চট্টগ্রাম-১৩ (আনোয়ারা-কর্ণফুলী) মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন শাহজাদা মহিউদ্দিন, সমীরণ নাথ।

 

চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন মো. কায়কোবাদ ওসমানী, মোহাম্মদ আবদুল কৈয়ুম চৌধুরী, মো. আবদুল জব্বার চৌধুরী, মোহাম্মদ জাহিদুল ইসলাম, মীর মোহাম্মদ মহিউদ্দিন।

 

চট্টগ্রাম-১৫ (সাতকানিয়া-লোহাগাড়া) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আবদুল মোতালেব, সাজেদা সুরাত, মইনুল ইসলাম মামুন, কামরুন নাহার, মোহাম্মদ আমান উল্লাহ জাহাঙ্গীর, মোহাম্মদ মাঈনুদ্দিন হাসান চৌধুরী, জমির উদ্দিন চৌধুরী, ডা. আ ম ম মিনহাজুল ইসলাম, মো. এরশাদুল হক।

 

চট্টগ্রাম-১৬ (বাঁশখালী) আসনে মনোনয়ন ফরম সংগ্রহ করেছেন বর্তমান সংসদ সদস্য মোস্তাফিজুর রহমান চৌধুরী, জেলা আওয়ামী লীগ নেতা আবদুল্লাহ কবির লিটন, জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মুজিবুর রহমান, মো. জমির উদ্দিন সিকদার, এমইএস কলেজের অধ্যক্ষ আ ন ম সরওয়ার আলম।

 

আওয়ামী লীগের দপ্তর সম্পাদক বিপ্লব বড়ুয়া স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে জানানো হয়, গত শনিবার থেকে মঙ্গলবার (২১ নভেম্বর) পর্যন্ত (প্রতিদিন সকাল ১০টা থেকে বিকেল ৪টা) দলীয় মনোনয়ন ফরম সংগ্রহ ও জমা দেওয়া যাবে।

 

পূর্বকোণ/আরডি/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট