চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

মধ্যরাতে হালিশহরে গ্যারেজে আগুন, ১৯ অটোরিকশা পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক

২০ নভেম্বর, ২০২৩ | ১২:৪৬ অপরাহ্ণ

চট্টগ্রামের হালিশহর এলাকায় একটি গ্যারেজে অগ্নিকাণ্ড ঘটেছে। এতে গ্যারেজে থাকা ১৯টি সিএনজিচালিত অটোরিকশা, চারটি মোটরসাইকেল ও একটি রিকশা পুড়ে ছাই হয়েছে।

 

রবিবার (১৯ নভেম্বর) দিবাগত রাত ১টা ৪০ মিনিটের দিকে ঈদগা বউ বাজার এলাকার জাহাঙ্গীর আলমের মালিকানাধীন গ্যারেজে এ ঘটনা ঘটে।

 

চট্টগ্রাম ফায়ার সার্ভিস নিয়ন্ত্রণ কক্ষের সিনিয়র স্টেশন অফিসার খলিলুর রহমান জানান, রাতে একটি গ্যারেজে আগুনের ঘটনা ঘটে। এতে ২০টি সিএনজি অটোরিকশা, ৫টি মোটরসাইকেল পুড়ে যায়। খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসের দুইটি ইউনিট কাজ শুরু করে। প্রায় দেড় ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। আগুন লাগার কারণ তদন্তসাপেক্ষে জানা যাবে। প্রাথমিকভাবে ধারণা করছি, অগ্নিকাণ্ডে প্রায় ৫০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

 

তিনি আরও জানান, এ ঘটনায় মোহাম্মদ আলী (৪০) নামে একজন আহত হয়েছেন। তাকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট