চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক

স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ

নিজস্ব প্রতিবেদক

১৫ নভেম্বর, ২০২৩ | ১১:৪৪ পূর্বাহ্ণ

দৈনিক পূর্বকোণের প্রাক্তন সম্পাদক এবং দি পূর্বকোণ লিমিটেডের প্রাক্তন চেয়ারম্যান স্থপতি তসলিমউদ্দিন চৌধুরীর ৬ষ্ঠ মৃত্যুবার্ষিকী আজ। ২০১৭ সালের ১৫ নভেম্বর ঢাকায় চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেন। প্রায় ২৪ বছর দুরারোগ্য ব্যাধির সাথে লড়াই করে চিরবিদায় নেন তিনি। মরহুম তসমিলউদ্দিন চৌধুরী ১৯৫৪ সালের ১ জানুয়ারি জন্মগ্রহণ করেন।

 

আধুনিক সংবাদপত্র দৈনিক পূর্বকোণ পৃথিকৃৎ ও চট্টলদরদীখ্যাত মরহুম ইউসুফ চৌধুরী ও মরহুমা জোহরা বেগম চৌধুরীর জ্যেষ্ঠপুত্র তসলিমউদ্দিন চিন্তা ও মননে ছিলেন চৌধুরী সেন্ট মেরিস ও সেন্ট প্লাসিডস স্কুল শিক্ষার প্রাথমিক পর্ব সমাপ্ত করেন।

 

এরপর ফৌজদারহাট ক্যাডেট কলেজে কঠোর নিয়মানুবর্তিতার মধ্যে বেড়ে ওঠা ছাত্রজীবনে তিনি ছিলেন বিজ্ঞানের একনিষ্ঠ শিক্ষার্থী। স্থাপত্যবিদ্যার প্রতি প্রবল আকর্ষণের কারণে দেশের শীর্ষস্থানীয় বিদ্যাপীঠ বাংলাদেশ প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (বুয়েট) স্নাতক ডিগ্রি অর্জন করেন তিনি। প্রবল নেশা তাঁকে স্থাপত্যবিদ্যার বাইরেও নানা বিষয়ে অগাধ পাণ্ডিত্যের অধিকারী করে তোলে। স্থপতি তসলিমউদ্দিন চৌধুরী আধুনিক। তিনি ছিলেন কুসংস্কারমুক্ত, দায়িত্বপ্রবণ, স্পষ্টভাষী ও ধর্মপ্রাণ এক আলোকিত মানুষ। ব্যস্ততার মধ্যেও ছিলেন চিন্তা ও কর্মে সমাজসচেতন। দেশপ্রেমে ঋদ্ধ থেকে সমাজ ও রাষ্ট্রের অনেক গুরুদায়িত্বও পালন করেছেন। ছাত্রজীবন থেকে তিনি ছিলেন শিল্প-সাহিত্য-সংস্কৃ তির একনিষ্ঠ অনুরাগী। ১৯৮৯ সালের ১ ফেব্রুয়ারি তিনি দৈনিক পূর্বকোণ পত্রিকার সম্পাদকের দায়িত্ব নেন। যোগ্য পরিচালনা ও সিদ্ধান্ত গ্রহণে দূরদর্শিতার জন্য তাঁকে ২০০৭ সালের এপ্রিল মাসে পূর্বকোণ গ্রুপের (দি পূর্বকোণ লিমিটেড) চেয়ারম্যান পদে মনোনীত করা হয়। নিজস্ব প্রাতিষ্ঠানিক দায়িত্বের বাইরেও তিনি অসংখ্য শিক্ষা ও সেবামূলক এবং রাষ্ট্রীয় গুরুদায়িত্বপূর্ণ প্রতিষ্ঠানের সাথে যুক্ত ছিলেন। তিনি বাংলাদেশ সংবাদ সংস্থা (বাসস) ও চিটাগাং স্টক একচেঞ্জ লিমিটেডের পরিচালক, চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষের (সিডিএ) নগর উন্নয়ন কমিটির সদস্য, চট্টগ্রাম ভেটেরিনারি ও এনিম্যাল সায়েন্সেস বিশ্ববিদ্যালয়ের সিন্ডিকেট সদস্য, চিটাগাং মেট্রোপলিটন চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির ভাইস প্রেসিডেন্ট, বাংলাদেশ স্থপতি ইনস্টিটিউট চট্টগ্রাম চ্যাপ্টারের সভাপতি, চিটাগাং ক্লাব লিমিটেডের সদস্য, চিটাগাং বোট ক্লাবের নির্বাহী কমিটির সদস্য, নিউজ পেপার ওনার্স এসোসিয়েশন অব বাংলাদেশ (নোয়ার)-এর নির্বাহী কমিটির সদস্য, চট্টগ্রাম প্রেসক্লাবের স্থায়ী সদস্য, বাংলাদেশ করোগেটেড কার্টন এন্ড এক্সেসরিজ ম্যানুফেকচারার্স এন্ড এক্সপোর্টার্স এসোসিয়েশনের প্রথম সহ-সভাপতি ও এডভাইজার, ওল্ড ফৌজিয়ান এসোসিয়েশনের প্রেসিডেন্ট এবং চিটাগাং ক্যাডেট কলেজ ক্লাবের স্বপ্নদ্রষ্টা, চট্টগ্রাম সংবাদপত্র পরিষদের সদস্য, চট্টগ্রাম ডায়াবেটিক এসোসিয়েশনের আজীবন সদস্য, বাংলাদেশ কিডনি ফাউন্ডেশনের সদস্য, স্যার মরিস ব্রাউন ইন্টারন্যাশনাল স্কুলের ব্যবস্থাপনা কমিটির সদস্য, বৃহত্তর চট্টগ্রাম উন্নয়ন সংগ্রাম কমিটির প্রেসিডেন্ট, চিটাগাং ডেইরি ফার্ম এসোসিয়েশনের প্রেসিডেন্ট, চাটগাঁ ভাষা পরিষদের উপদেষ্টা, রাউজান মডেল ইনস্টিটিউট ও ঢেউয়া হাজিপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ব্যবস্থাপনা কমিটির চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট