চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় বৃদ্ধ নিহত

নিজস্ব প্রতিবেদক

৬ নভেম্বর, ২০২৩ | ৪:২১ অপরাহ্ণ

চট্টগ্রামের মীরসরাইয়ে ট্রেনের ধাক্কায় ফরিদ আহম্মদ (৬৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে। ফরিদ আহম্মেদ ৩ নম্বর জোরারগঞ্জ ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড মধ্যম সোনাপাহাড় এলাকার বাসিন্দা।

 

সোমবার (৬ নভেম্বর) সকাল সাড়ে ৮টার দিকে চেয়ারম্যান সড়ক এলাকায় ঢাকা-চট্টগ্রাম রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

 

জানা গেছে, সকালে সাড়ে ৮টার দিকে রেললাইনের পাশে বৃদ্ধের মরদেহ পড়ে থাকতে দেখে পুলিশকে খবর দেওয়া হয়। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে।

 

সীতাকুণ্ড রেলওয়ে পুলিশ ফাঁড়ির এসআই আমজাদ হোসেন জানান, ট্রেনের ধাক্কায় ওই বৃদ্ধের মৃত্যু হয়েছে বলে ধারণা করা হচ্ছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট