চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডাকাতি করত তারা, টার্গেট প্রাইভেটকার

নিজস্ব প্রতিবেদক

২৫ অক্টোবর, ২০২৩ | ৫:৩২ অপরাহ্ণ

মিরসরাইয়ের জোরারগঞ্জে ডাকাতচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৭। গ্রেপ্তারকৃতরা হল- জোরারগঞ্জ থানার মধ্যম সোনাপাহাড় টুরিটিলা এলাকার মো. রেজাউল করিম (২৪), ফজল করিম (২১), মো. ফরহাদ (১৮) ও মো. মমিন উদ্দিন (২৩)।

 

মঙ্গলবার (২৪ অক্টোবর) দুপুর আড়াইটার দিকে তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন র‌্যাব-৭ এর সিনিয়র সহকারী পরিচালক (মিডিয়া) মো. নূরুল আবছার।

 

তিনি বলেন, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার দুপুরে অভিযান চালিয়ে ডাকাতচক্রের ৪ সদস্যকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে ৩টি বড় ছোরা, ২ বোতল বিদেশি মদ ও ১ কেজি গাঁজা উদ্ধার করা হয়। এ সময় একটি সিএনজিচালিত অটোরিকশাও জব্দ করা হয়েছে।

 

তিনি আরও বলেন, গ্রেপ্তার আসামিরা দীর্ঘদিন ধরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে চলাচলরত প্রাইভেটকার টার্গেট করে দেশীয় অস্ত্রের ভয় দেখিয়ে সর্বস্ব ছিনিয়ে নিতো। এছাড়াও তারা সুকৌশলে বিদেশি মদ-গাঁজা চট্টগ্রাম ও ফেনীর বিভিন্ন মাদক ব্যবসায়ী ও মাদকসেবীদের কাছে ক্রয়-বিক্রয় করে আসছে বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে জানায়। গ্রেপ্তারকৃতদের জোরারগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

 

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট