চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রামের প্রস্তুতিসভা

বিজ্ঞপ্তি

২২ অক্টোবর, ২০২৩ | ৯:১৯ অপরাহ্ণ

সংঘাতমুক্ত নির্বাচন ও স্বাধীন ভোটাধিকারের দাবিতে আগামী ৮ ডিসেম্বর সোহরাওয়ার্দী উদ্যানের শান্তিপুর্ণ মহাসমাবেশ সফল করার লক্ষ্যে ইনসানিয়াত বিপ্লব চট্টগ্রাম জেলা শাখার প্রস্তুতিসভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (২২ অক্টোবর) নগরীর আগ্রাবাদ কার্যালয়ে কেন্দ্রীয় নেতা আরেফ সারতাজের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিশ্ব সুন্নী আন্দোলনের প্রতিষ্ঠাতা, বিশ্ব ইনসানিয়াত বিপ্লবের প্রবর্তক আল্লামা ইমাম হায়াত।

ইমাম হায়াত বলেন, ‘প্রাকৃতিক শক্তির পর রাজনীতিই মানবজীবনের প্রধান নিয়ন্ত্রক ও নিয়ামক শক্তি, আর এজন্য রাজনীতি হতে হবে সব মানুষের কল্যাণে সত্য-ন্যায় ও মানবতা ভিত্তিক। একক ধর্ম ও মতবাদের ভিত্তিতে নিজ নিজ ধর্ম মতপথ পেশায় নিজেদের অভ্যন্তরীণ দল হতে পারে, কিন্তু রাজনৈতিক দল হতে পারে না।

তিনি আরও বলেন, ‘রাজনৈতিক দল হতে হলে সব মানুষের প্রতিনিধিত্বশীল ও সব মানুষের মানবিক স্বার্থের রক্ষক এবং সব মানুষের কল্যাণ ভিত্তিক হতে হবে। একক গোষ্ঠীর দলকে রাজনৈতিক দল স্বীকার করলে মানবজীবন ও রাষ্ট্র অস্বীকার হয় এবং একক গোষ্ঠীর স্বৈরতন্ত্র বৈধতা দেয়া হয়।

সমাবেশে ইনসানিয়াত বিপ্লব বাংলাদেশের সভাপতিমণ্ডলী ও সম্পাদকমণ্ডলীর সদস্যবৃন্দ বক্তব্য রাখেন।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট