সড়কে মালামাল ও নির্মাণ সামগ্রী রেখে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ ব্যক্তিকে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করেছে চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক)। বৃহস্পতিবার (১৯ অক্টোবর) কোতোয়ালি ও চকবাজার এলাকায় চসিকের আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ ফেরদৌসী এ অভিযান পরিচালনা করেন।
তিনি জানান, অভিযানে সড়কে দোকানের অংশ বর্ধিত করা, ব্যবসা প্রতিষ্ঠানের মালামাল ও নির্মাণ সামগ্রী রাস্তায় রেখে জনসাধারণের চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টির দায়ে ১১ ব্যক্তির বিরুদ্ধে মামলা রুজু করে ৪৭ হাজার ৫০০ টাকা জরিমানা করা হয়েছে।
অভিযানে সিটি কর্পোরেশনের সংশ্লিষ্ট বিভাগের কর্মকর্তা-কর্মচারীরা কোতোয়ালি ও চকবাজার থানা পুলিশ ম্যাজিস্ট্রেটকে সহায়তা করেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ