চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

পুলিশ কর্মকর্তার কোটি টাকার অবৈধ সম্পদ, দুদকের মামলা

নিজস্ব প্রতিবেদক

১৮ অক্টোবর, ২০২৩ | ৬:২৫ অপরাহ্ণ

এক কোটি ৭ লাখ ৪১ হাজার ৭২১ টাকার অবৈধ সম্পদ উপার্জন করে ভোগদখলে রাখার অভিযোগে মো. শাহ আলম নামে সাবেক এক পুলিশ কর্মকর্তার বিরুদ্ধে মামলা দায়ের করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। বুধবার (১৮ সেপ্টেম্বর) সংস্থাটির চট্টগ্রাম কার্যালয়ের সহকারী পরিচালক মো. এমরান হোসেন বাদী হয়ে মামলাটি দায়ের করেন। দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

অভিযুক্ত শাহ আলম কুমিল্লার মুরাদনগর থানার নহল গ্রামের মৃত ইয়াকুব আলীর ছেলে। তিনি বর্তমানে নগরীর ডবলমুরিং থানার আগ্রাবাদ সিডিএ আবাসিক এলাকার ২৬ নম্বর রোডের ক্রাউন ভ্যালি এলাকায় থাকেন। পরিদর্শক শাহ আলম চট্টগ্রাম জেলা পুলিশের ইনটেলিজেন্স কর্মকর্তা হিসেবে কর্মরত ছিলেন।

দুদক চট্টগ্রাম কার্যালয়ের উপ-পরিচালক মো. নাজমুচ্ছায়াদাত বলেন, অনুসন্ধানে সাবেক পুলিশ কর্মকর্তা শাহ আলমের বিরুদ্ধে অবৈধ সম্পদ উপার্জনের তথ্য পাওয়া গেছে। তার বিরুদ্ধে দুদক আইনের ২৭ (১) ধারায় মামলা রুজু করা হয়েছে। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট