চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

পু‌লিশ হেফাজতে দুদক কর্মকর্তার মৃত্যুর ঘটনায় ওসিসহ ৯ জনের বিরু‌দ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

১৬ অক্টোবর, ২০২৩ | ৬:৩৫ অপরাহ্ণ

চট্টগ্রামে নগরীর চান্দগাঁও থানায় পুলিশ হেফাজতে অবসরপ্রাপ্ত দুদক কর্মকর্তা ছৈয়দ মোহাম্মদ শহীদুল্লাহর মৃত্যুর ঘটনায় আদালতে মামলার আবেদন করা হয়েছে। মামলায় চাদগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. খাইরুল ইসলামসহ মোট ৯ জনকে আসামি করা হয়েছে।

 

মামলার অন্যান্য বিবাদীরা হলেন— চান্দগাঁও থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) মো. ইউসুফ, এএসআই সোহেল রানা, থানার পরিদর্শক (তদন্ত) মো. মবিনুল হক, চান্দগাঁও থানা এলাকার বাসিন্দা এসএম আসাদুজ্জামান (৫২), মো. জসীম উদ্দীম (৩৭), মো. লিটন (৪৮), রনি আক্তার তানিয়া (২৬) ও কলি আক্তার (১৯)।

 

সোমবার (১৬ অক্টোবর) চট্টগ্রাম মহানগর দায়রা জজ ড. বেগম জেবুননেছার আদালতে মামলাটির আবেদন করেন ভুক্তভোগীর স্ত্রী ফৌজিয়া আনোয়ার।

 

মামলার বাদী‌নি ফয়‌জিয়া বলেন, আমি আদালতের কাছে আমার স্বামী হত্যার বিচার চাইছি, আদালত আমার কথা শুনেছেন। আশা কর‌ছি আদালত ভালো কিছু আদেশ দিবেন। আদালতের কাছে ন্যায় বিচার পাবো।

 

বাদীর আইনজী‌বী এড. রেজাউল ক‌রিম চৌধুরী জানান, নির্যাতন ও হেফাজতে মৃত্যু (নিবারণ) আইনে মামলাটি দায়ের করা হয়েছে। আদালত মামলার অভিযোগ শুনেছেন। এরপর আদেশের জন্য অপেক্ষমাণ রেখেছেন।

 

পূর্বকোণ/পিআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট