‘উইথ কোয়ালিটি ইন টাইম’ মূলমন্ত্র নিয়ে শুরু থেকেই পদ্ধতিগত নির্মাণ, নিরবচ্ছিন্ন সময়ানুবর্তিতা, কঠোর মান নিয়ন্ত্রণ এবং ‘ইনোভেটিভ সলিউশন’- এর মাধ্যমে গ্রাহকসেবা দিয়ে আসছে আবাসন খাতের অন্যতম সফল প্রতিষ্ঠান সিপিডিএল। এরই ধারাবাহিকতায় গত ১৪ অক্টোবর সিপিডিএল আয়োজন করে কমিউনিটি মিট এন্ড গ্রিট অনুষ্ঠানের।
কাতালগঞ্জে নির্মীয়মাণ সিপিডিএল সানশাইন বে প্রকল্পে আয়োজিত এই পারষ্পরিক মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, স্থানীয় গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ, বিভিন্ন কর্পোরেট প্রতিষ্ঠানের প্রতিনিধি এবং সিপিডিএল পরিবারের সদস্যবৃন্দ। অনুষ্ঠানে উপস্থিত অতিথিগণ এই আয়োজনের প্রশংসার পাশাপাশি সঠিক সময়ে প্রকল্প হস্তান্তর করার ব্যাপারে সিপিডিএলের পূর্বের ধারাবাহিকতা অক্ষুণœ রাখার আশাবাদ ব্যক্ত করেন।
পূর্বকোণ/এসি