চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে মৃত্যুশূন্য চট্টগ্রাম

নিজস্ব প্রতিবেদক

১৪ অক্টোবর, ২০২৩ | ৭:৪৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ৭৬ জন। তবে এ সময়ের মধ্যে কারও মৃত্যু হয়নি।

 

শনিবার (১৪ অক্টোবর) সিভিল সার্জন কার্যালয় থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

 

বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলায় বছরের শুরু থেকে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১ হাজার ১৮০ জন। তাদের মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১০ হাজার ৮৯৬ জন। এছাড়া বাকি ২৮৪ জন বর্তমানে হাসপাতালে ভর্তি রয়েছেন। তাদের মধ্যে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে ৯১ জন, জেনারেল হাসপাতালে ১৮ জন এবং জেলার অন্যান্য হাসপাতালগুলোতে ১৭৩ জন ভর্তি রয়েছেন।

 

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, এ বছরের শুরু থেকে ডেঙ্গু আক্রান্ত হয়ে মারা গেছেন ৮১ জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট