চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আকবরশাহ এলাকায় দুষ্কৃতির হামলায় আইনজীবী আহত

নিজস্ব প্রতিবেদক

১৩ অক্টোবর, ২০২৩ | ১১:২৩ অপরাহ্ণ

নগরীর আকবরশাহ থানাধীন কৈবল্যধাম আশ্রম গেট রেললাইন এলাকায় দুষ্কৃতির হামলায় জুয়েল চন্দ্র দাশ নামের এক আইনজীবী আহত হয়েছেন। বৃহস্পতিবার রাতে কাজ শেষে বাসায় ফেরার পথে এ হামলা চালানো হয় বলে জানা যায়। এ সময় আহত অবস্থায় পড়ে থাকতে দেখে পথচারীরা জুয়েল চন্দ্র দাশকে উদ্ধার করে নগরীর একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করায়।

এ ঘটনায় হামলাকারীদের আটকের চেষ্টা চলছে বলে জানিয়েছে আকবরশাহ থানা পুলিশ। ভাইরাল হওয়া একটি ভিডিও ফুটেজে দেখা যায়, জুয়েল চন্দ্র দাশ হেঁটে যাওয়ার সময় পিছন থেকে এক যুবক এসে তাকে একটি লোহার রড বা লাঠি দিয়ে আঘাত করতে থাকে। এক পর্যায়ে অন্য একজন এসে হামলাকারীকে টেনে নিয়ে যায়। পরে পথচারীরা ওই আইনজীবীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায়।

এ সম্পর্কে জানতে চাইলে আকবরশাহ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওয়ালী উদ্দিন আকবর জানান, এ ঘটনায় এখনো পর্যন্ত পরিবারের পক্ষ থেকে কোন মামলা হয়নি। আমরা হামলাকারীদের আটকের চেষ্টা করছি।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট