চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা কমান্ডার লতিফুল হক কাজমী

অনলাইন ডেস্ক

১৩ অক্টোবর, ২০২৩ | ৬:০০ অপরাহ্ণ

বাংলাদেশ নৌবাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমী চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে নিয়োগ পেয়েছেন।  বৃহস্পতিবার (১২ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয়ের উপসচিব আবদুল্লাহ আরিফ মোহাম্মদ স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে তাকে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা হিসেবে নিয়োগের কথা জানানো হয়।

প্রজ্ঞাপনে জানানো হয়, স্থানীয় সরকার বিভাগের আওতাধীন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা পদে বদলিপূর্বক বাংলাদেশ সশস্ত্র বাহিনীর কমান্ডার লতিফুল হক কাজমীকে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।

উল্লেখ্য, ২০২২ সালের ২৮ মে চসিকের প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তা শফিকুল মান্নান সিদ্দিকী যিশু মারা যাওয়ায় পদটি শূন্য হয়। দীর্ঘদিন ধরে ভারপ্রাপ্ত প্রধান পরিচ্ছন্ন কর্মকর্তার দায়িত্ব পালন করছিলেন চসিক মেয়রের একান্ত সচিব মুহাম্মদ আবুল হাশেম।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট