চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

চট্টগ্রামে ডেঙ্গুতে নারীর মৃত্যু, হাসপাতালে ভর্তি ১০৯

নিজস্ব প্রতিবেদক

১২ অক্টোবর, ২০২৩ | ১০:১১ অপরাহ্ণ

চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে জয়া দাশ (২৬) নামের এক নারীর মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (১২ অক্টোবর) সকালে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে তিনি মারা যান।

এ নিয়ে চলতি অক্টোবর মাসে চট্টগ্রামের হাসপাতালগুলোতে চিকিৎসাধীন অবস্থায় ৬ জনের মৃত্যু হয়েছে। গত ২৪ ঘণ্টায় জেলায় ১০৯ জনের ডেঙ্গু শনাক্ত হয়েছে।

চট্টগ্রাম জেলা সিভিল সার্জন অফিসের প্রকাশিত বৃহস্পতিবারের (১২ অক্টোবর) প্রতিবেদনে এসব তথ্য জানা গেছে।

তথ্য অনুযায়ী, গত জানুয়ারি থেকে এ বছর ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে ৮০ জনে। এ বছর ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১১ হাজার ৭১ জন। আক্রান্তদের মধ্য বর্তমানে চট্টগ্রামের সরকারি বেসরকারি হাসপাতালে ২৯১ জন রোগী চিকিৎসাধীন রয়েছেন। ১০ হাজার ৭৮০ জন সুস্থ হয়ে ফিরে গেছেন।

চট্টগ্রাম সিভিল সার্জন অফিসের জেলা স্বাস্থ্য তত্ত্বাবধায়ক সুমন বড়ুয়া জানান, ডেঙ্গু আক্রান্ত হয়ে বুধবার রাতে বাঁশখালী থেকে জয়া দাশ নামের এক নারী চমেক হাসপাতালে ভর্তি হন। আজ ওই নারীর মৃত্যু হয়েছে।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট