চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের সভাপতি তরুণ সম্পাদক নিখিল

অনলাইন ডেস্ক

৮ অক্টোবর, ২০২৩ | ৫:৫৬ অপরাহ্ণ

আইনজীবী তরুণ কিশোর দেবকে সভাপতি ও আইনজীবী নিখিল কুমার নাথকে সাধারণ সম্পাদক করে চট্টগ্রাম আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদ ২০২৩ -২৪ কমিটি গঠিত হয়েছে।  রবিবার (৮ অক্টোবর) চট্টগ্রাম জেলা আইনজীবী সমিতির অডিটোরিয়ামে আইনজীবী বিজয়া সম্মিলন পরিষদের বার্ষিক সাধারণ সভায় আইনজীবী সমীর দাশগুপ্তের সভাপতিত্বে সমন্বয়কারী আইনজীবী রুপম রায়ের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে বার্ষিক প্রতিবেদন উপস্থাপন করেন বিজয়ার সাধারণ সম্পাদক আইনজীবী ধৃতিমান আইচ। উক্ত সভায় বক্তব্য রাখেন বিজয়ার সাবেক সভাপতি, সাধারণ সম্পাদক ও সমন্বয়কারীগন।

পরবর্তীতে দ্বিতীয় অধিবেশনে সিনিয়র আইনজীবী সঞ্জীবন চৌধুরীকে আহবায়ক এবং আইনজীবী শংকর প্রসাদ দে, আইনজীবী পরিমল বসাক, আইনজীবী নিতাই প্রসাদ ঘোষ ও আইনজীবী অনুপম চক্রবর্তী কে সদস্য করে পাঁচ সদস্য বিশিষ্ট নির্বাচন পরিচালনা কমিটি গঠন করা হয়। বিজ্ঞ সনাতনী আইনজীবীদের প্রত্যক্ষ ভোটের মাধ্যমে আইনজীবী তরুণ কিশোর দেব সভাপতি ও আইনজীবী নিখিল কুমার নাথ সাধারণ সম্পাদক এবং আইনজীবী বিবেকানন্দ চৌধুরীকে সমন্বয়কারী নির্বাচিত করার মাধ্যমে চট্টগ্রাম বিজয়া আইনজীবী সম্মিলন পরিষদ ২০২৩ – ২৪ গঠিত হয়।

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট