চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

আনোয়ারায় সড়কে মিলল অজ্ঞাতনামা মহিলার লাশ

আনোয়ারা সংবাদদাতা

১১ অক্টোবর, ২০২৩ | ১১:২৪ পূর্বাহ্ণ

চট্টগ্রামের আনোয়ারা-বাঁশখালী (পিএবি) সড়ক থেকে এক অজ্ঞাতনামা মহিলার (২৫) লাশ উদ্ধার করেছে পুলিশ।

 

বুধবার (১১ অক্টোবর) সকাল ৮টার দিকে উপজেলার বারখাইন ইউনিয়নের মাজার গেট এলাকার থেকে লাশটি উদ্ধার করা হয়।

 

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রক্তাক্ত অবস্থায় সড়কে লাশটি পড়ে ছিল। এলাকার লোকজন লাশটি দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। সকাল ৮টার দিকে এসে পুলিশ ঘটনাস্থল থেকে লাশটি উদ্ধার করে।

 

আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহেল আহম্মদ বলেন, মহিলাটির লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতাল (চমেক) মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

পূর্বকোণ/পিআর/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট