নগরীর ইপিজেড থানার সল্টগোলা ক্রসিংয়ের এক প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে এক টন মেয়াদোত্তীর্ণ দুর্গন্ধযুক্ত পচা চা এবং ১৩টি নকল ব্র্যান্ডের বিপুল পরিমাণ চায়ের প্যাকেট জব্দ করেছে চা বোর্ডের ভ্রাম্যমান আদালত। আজ মঙ্গলবার নিউ আলিফ এন্টারপ্রাইজ প্রতিষ্ঠানে এই অভিযান পরিচালনা করেন বাংলাদেশ চা বোর্ডের উপসচিব ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মাদ রুহুল আমীন। অভিযানে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রতিষ্ঠানটি বন্ধ রাখার নির্দেশ দেয় ভ্রাম্যমাণ আদালত।
এ বিষয়ে মোহাম্মাদ রুহুল আমীন বলেন, ‘চা বোর্ডের ব্লেন্ডার লাইসেন্স এবং বিএসটিআই-এর লাইসেন্স ছাড়াই দীর্ঘদিন ধরে নামে বেনামে নকল ব্র্যান্ডে চা ব্যবসা করে আসছিলো প্রতিষ্ঠানটি। অনুমোদনহীন নকল ব্র্যান্ডে মেয়াদোত্তীর্ণ পচা চায়ের ব্যবসা করছে তারা। এতে ভোক্তারা প্রতারিত হচ্ছে এবং স্বাস্থ্য ঝুঁকি বাড়ছে। চা ব্যবসার এসব অনিয়ম ও প্রতারণা বন্ধে ভবিষ্যতেও অভিযান চলমান থাকবে।”
অভিযানে বাংলাদেশ চা বোর্ডের বিপণন কর্মকর্তা আহসান হাবিব, সহকারী পরিচালক আব্দুল্লাহ আল বোরহান এবং ফটোগ্রাফার আকিব মর্তুজা এসময় উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ