চট্টগ্রাম বৃহষ্পতিবার, ১৬ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

কালুরঘাটে বেইলি সেতু দেবে গিয়ে ফেরি পারাপার বন্ধ

নিজস্ব সংবাদদাতা, বোয়ালখালী

১০ অক্টোবর, ২০২৩ | ৪:৫৬ অপরাহ্ণ

কালুরঘাটের পশ্চিম প্রান্তের ফেরিঘাটের বেইলি সেতু দেবে যাওয়ায় ফেরি পারাপার বন্ধ রয়েছে। ফলে নদীর দুইপাড়ে আটকা পড়েছে শতশত যানবাহন। নদী পারাপারে ভোগান্তিতে পড়ছেন মানুষজন।

মঙ্গলবার (১০ অক্টোবর) সকাল সাড়ে ১১টা থেকে ফেরি চলাচল বন্ধ রয়েছে বলে জানিয়েছেন ফেরির টোল আদায়কারী মো. আজিজ।

তিনি দুপুর আড়াইটার দিকে বলেন, পশ্চিম প্রান্তের ফেরিঘাটের টানা সেতুটি দেবে যাওয়ায় এই বিপত্তি। আশা করি ঘণ্টা খানেকের মধ্যে সারানোর কাজ শেষ হবে।

চট্টগ্রাম নগরগামী মো. আরাফাত হোসেন বলেন, দুপুর ১২টার দিকে নদী পার হতে গিয়ে জানতে পারি ফেরি চলাচল বন্ধ। ৩০ মিনিট অপেক্ষা করার পর ঝুঁকি নিয়ে নৌকা করে নদী পার হয়েছি। অনেকে মোটরসাইকেল নিয়ে এসে বিপাকে পড়েছেন।

পূর্বকোণ/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট