এখনো পর্যন্ত একাদশ শ্রেণিতে ভর্তির জন্য কোনো কলেজে নির্বাচিত না হওয়া শিক্ষার্থীরা চতুর্থ ও শেষ ধাপে ভর্তির আবেদন করার সুযোগ পাচ্ছেন। আজ (রবিবার) থেকে শুরু হয়ে আগামীকাল (সোমবার) রাত ১১টা পর্যন্ত শিক্ষার্থীরা এই আবেদনের সুযোগ পাবেন। কলেজে ভর্তির নির্ধারিত ওয়েবসাইটে (http://xiclassadmission.gov.bd/) শিক্ষার্থীদের আবেদন করতে হবে। আগামী বুধবার (১১ অক্টোবর) রাত ৮টায় চতুর্থ ধাপের আবেদনের ফল প্রকাশ করা হবে। কলেজে ভর্তির ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
জানা যায়, একাদশে ভর্তিতে তিন ধাপে আবেদন গ্রহণ করার পরও অনেক শিক্ষার্থী কাক্সিক্ষত কলেজ পাননি। যেসব শিক্ষার্থী আগে আবেদন করেননি বা আবেদন করে কলেজে মনোনয়ন পাননি তারা চতুর্থ ধাপে আবেদন করতে পারবেন। আর যেসব শিক্ষার্থী চূড়ান্ত মনোনয়ন পেয়েছেন কিন্তু কলেজে ভর্তি হতে পারেননি বা নিশ্চায়ন করতে পারেননি তারাও চতুর্থ ধাপে আবেদনের সুযোগ পাবেন।
এদিকে, তৃতীয় ধাপের অনলাইন আবেদনেও একাদশ শ্রেণিতে ভর্তির সুযোগ না পাওয়া চট্টগ্রামের সাড়ে ৭ হাজার শিক্ষার্থী আবেদন করতে পারবেন। এখনও ভর্তির বাইরে থাকা শিক্ষার্থীদের জন্য সর্বশেষ এ সুযোগ দিয়েছে আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটি।
জানতে চাইলে চট্টগ্রাম শিক্ষাবোর্ডের কলেজ পরিদর্শক প্রফেসর মো. জাহেদুল হক জানান ‘এখনো কলেজ না পাওয়া শিক্ষার্থীদের জন্য এটিই শেষ সুযোগ। যেসব শিক্ষার্থী কলেজে ভর্তির জন্য মনোনীত হয়নি তারা চতুর্থ ধাপে আবেদন করতে পারবে।
তিনি আরও বলেন, ‘শিক্ষার্থী ও অভিভাবকদের জন্য পরামর্শ তারা যেন কলেজে বিদ্যমান আসন দেখে সবোর্চ্চ ১০টি কলেজ পছন্দক্রমে রেখে আবেদন করেন। এবারও অনলাইন ছাড়া ম্যানুয়েলি কোনো ভর্তি করা হবে না।’
এদিকে, একাদশে ভর্তির চতুর্থ ও সর্বশেষ এ ধাপের আবেদন যাচাই-বাছাই করা হবে আগামী ১০ অক্টোবর। এরপর আবেদনের ফল প্রকাশ করা হবে ১১ অক্টোবর রাত ৮টায়। নির্বাচিতরা ১২ ও ১৩ অক্টোবর রাত ৮টা পর্যন্ত ভর্তি নিশ্চায়নের সুযোগ পাবেন। এরমধ্যে নিশ্চায়ন না করলে আর ভর্তির সুযোগ পাবেন না কোনো শিক্ষার্থী। পরবর্তীতে আগামী ১৫ অক্টোবর সর্বশেষ সুযোগ পাওয়া শিক্ষার্থীদের কলেজে ভর্তি কার্যক্রম চলবে।
পূর্বকোণ/পিআর