চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

ডেঙ্গুতে চট্টগ্রামে আরও ২ মৃত্যু

নিজস্ব প্রতিবেদক

৭ অক্টোবর, ২০২৩ | ৮:২৪ অপরাহ্ণ

গত ২৪ ঘণ্টায় চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন ১১৩ জন। একই সময়ে আরও দুই জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছর ডেঙ্গুতে মারা গেছে ৭৮ জন।

 

শনিবার (৭ অক্টোবর) সন্ধ্যায় এ তথ্য জানায় জেলা সিভিল সার্জন কার্যালয়।

 

সিভিল সার্জন কার্যালয়ে দেওয়া তথ্যানুযায়ী, মৃত দুই জনের মধ্যে জেবু আক্তার চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে গত ৩ অক্টোবর ভর্তি হন। ৭ অক্টোবর সকালে তিনি মারা যান।

 

অন্যদিকে, মৃতের তালিকায় মীর তাসফিন নামে ৯ বছর বয়সী শিশুটি গত বৃহস্পতিবার (৫ অক্টোবর) নগরীর ইম্পেরিয়াল হাসপাতালে ভর্তি হয়। ওই দিনই শিশুটি মারা যায়।

 

এদিকে, ডেঙ্গু আক্রান্ত হয়ে নতুন করে চট্টগ্রামের বিভিন্ন হাসপাতালে ভর্তি হওয়া ১১৩ জনের মধ্যে সরকারি হাসপাতালে ৬২ জন এবং বেসরকারি হাসপাতালে ৫১ জন। এ নিয়ে চলতি বছর চট্টগ্রামে ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ১০ হাজার ৫১৯ জন।

 

পূর্বকোণ/জেইউ/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট