রোটারি ও ইনার হুইল ক্লাবের উদ্যোগে কিডনি রোগীদের মাঝে অনুদান প্রদান করা হয়েছে। মঙ্গলবার (৩ অক্টোবর) রাতে নগরীর একটি হোটেলে এক অনুষ্ঠানে তাদের অনুদান প্রদান করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন রোটারি ইন্টারন্যাশনাল গভর্নর (ডিজি) রোটারিয়ান ইঞ্জিনিয়ার মো. মতিউর রহমান পিএইচএফ বিএমডি ও ‘ইনার হুইল ক্লাব অব শান্তিনগর ঢাকার সভাপতি পারভীন সুলতানা নীতু।
রোটারি ক্লাব অব মেরিন সিটির সভাপতি মনতাকা জামান কাপ্পির সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন রোটারি ক্লাবের ডিস্ট্রিক্ট সেক্রেটারি পিপি রোটারিয়ান আকবর হোসেন, ডিস্ট্রিক্ট এসিস্টেন্ট গভর্নর পিপি রোটারিয়ান আলতাফ মাহমুদ হান্নান, ডিস্ট্রিক্ট এক্সিকিউটিভ সেক্রেটারি পিপি রোটারিয়ান শামসুল আলম রিপন, আইপি ডিস্ট্রিক্ট সেক্রেটারি সিপি রোটারিয়ান মোহাম্মদ শাজাহান, ডিস্ট্রিক্ট চিফ সার্জেন্ট এট আর্মস সিপি রোটারিয়ান নজরুল ইসলাম নান্টু, ডিস্ট্রিক্ট জোনাল কোর্ডিনেটর পিপি রোটারিয়ান জামাল উদ্দিন আহমেদ, ক্লাব সেক্রেটারি রোটারিয়ান আরিফুর ইসলাম, ক্লাব ইলেক্ট প্রেসিডেন্ট রোটারিয়ান আতাউল রহমান, আইপিপি রোটারিয়ান নজরুল ইসলাম প্রমুখ।
পূর্বকোণ/এএইচ