চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা. শাহাদাত হোসেন বলেছেন, ৫ অক্টোবর চট্টগ্রাম অভিমুখে রোডমার্চে অবৈধ সরকারের পতন ঘণ্টা বেজে উঠবে। আওয়ামী সরকার হাজার হাজার কোটি টাকা লুটপাট করেছে। দুর্নীতি ও দুঃশাসনের মধ্য দিয়ে দেশ শাসন করেছে। সরকারের লুটপাটের কারণে, দেশের অর্থনীতি আজ ধ্বংসের দ্বারপ্রান্তে। এই অবৈধ সরকার দেশকে একটি তলাবিহীন ঝুঁড়িতে পরিণত করেছে।
চট্টগ্রাম অভিমুখে রোডমার্চ সফল করার লক্ষে আজ মঙ্গলবার (৩ অক্টোবর) বিকেলে আব্দুল লতিফ হাট হাজী মইদ্দিনের বাসভবনে বাকলিয়া থানা বিএনপি ও অঙ্গ সংগঠনের প্রস্তুতি সভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।
তিনি বলেন, দেশের সকল নিত্যপ্রয়োজনীয় দ্রব্যেমূল্যের ঊর্ধ্বগতিতে সাধারণ মানুষ অসহায় জীবনযাপন করছে। এ সরকারের অধীনে কেউ ভালো নেই। এই সরকারের দুর্নীতি ও দুঃশাসনের খেসারত সাধারণ জনগণকে দিতে হচ্ছে। নিরুপায় সাধারণ মানুষ এই সরকারের অবিলম্বে পদত্যাগ চায়। তাই উত্তরবঙ্গে যে সকল রোডমার্চ হয়েছে সেইগুলোতে রাস্তার দুই পাশে দাঁড়িয়ে সমর্থন দিয়েছে এবং সাধারণ জনগণই এই সরকারের পদত্যাগে রাস্তায় নেমে এসেছে। আগামী ৫ অক্টোবর সরকার পরিবর্তনের জন্য রোডমার্চ সফল করতে তিনি বাকলিয়ার নেতাকর্মীদের মিছিল সহকারে যোগদান করার আহ্বান জানান।
ডা. শাহাদাত হোসেন বলেন, গণতন্ত্রকে মুক্ত করতে এবং জনগণকে ভোটের অধিকার ফিরিয়ে দিতে দেশনেত্রী বেগম খালেদা জিয়া ও দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে রাজপথেই যেকোন ত্যাগ স্বীকারে বিএনপির নেতাকর্মীরা প্রস্তুত আছে। তাই জাতির এই ক্রান্তিলগ্নে, জাতির প্রয়োজনে, দেশের প্রয়োজনে, গণতন্ত্রের প্রয়োজনে, গণতন্ত্রের মা দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির জন্য এই রোডমার্চের গুরুত্ব অপরিহার্য। চট্টগ্রামের মানুষ সকল বাধাবিপত্তি উপেক্ষা করে শান্তিপূর্ণভাবে এই রোডমার্চ সফল করবে।
বাকলিয়া থানা বিএনপির সিনিয়র সহ-সভাপতি এম.আই. চৌধুরী মামুনের সভাপতিত্বে সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ আলমগীরের সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক কমিটির সদস্য অধ্যাপক নুরুল আলম রাজু, গাজী মো. সিরাজুল্লাহ। আরো বক্তব্য রাখেন বিএনপি নেতা হাজী নবাব খান, ইয়াসিন চৌধুরী আসু, আমিন মাহমুদ, ইব্রাহিম বাচ্চু, ইসমাইল বাবুল, হাসান সওদাগর, ইউনুচ চৌধুরী হাকিম, হাজী আব্দুস সবুর, ওয়ার্ড বিএনপির সভাপতি আব্দুল্লাহ আল ছগির, মোহাম্মদ সেকান্দার, সাধারণ সম্পাদক ইয়াকুব চৌধুরী নাজিম, হাজী মোহাম্মদ মহিউদ্দিন, হাজী ইমরান উদ্দিন, এসএম সেলিম, থানা যুবদলের আহবায়ক ইসমাইল হোসেন লেদু, সদস্য সচিব মোহাম্মদ মুসা, শ্রমিক দল গুলজার হোসেন লেদু, মোহাম্মদ নূরনবী, স্বেচ্ছাসেবক দল মো. দুলাল, মোহাম্মদ শামীম, কৃষক দল নাজমুল হক নাজুক, নুরুদ্দিন, মোহাম্মদ আনোয়ার প্রমুখ।
পূর্বকোণ/জেইউ/পারভেজ