প্রতিভাবান সঙ্গীত শিল্পী খুঁজে বের করতে চট্টগ্রামের তারকা হোটেল দি পেনিনসুলা চিটাগাং এর উদ্যোগে অনুষ্ঠিত হয়েছে ব্যতিক্রমী সঙ্গীত প্রতিযোগিতা। রবিবার (২ অক্টোবর) পেনিনসুলার ব্যাংকুইট হলে আয়োজিত এই তরুণ প্রতিভা অন্বেষণ প্রতিযোগিতায় প্রতিভাবান কণ্ঠের সুরেলা ধ্বনিতে মুখরিত হয়ে উঠেছিল পেনিনসুলা হোটেল।
প্রথমবারের মতো আয়োজিত পেনিনুসলার গানের প্রতিযোগিতাটি চট্টগ্রামের সমৃদ্ধ সঙ্গীত ঐতিহ্য এবং এই অঞ্চলের শিল্প সংস্কৃতিকে তুলে ধরে। প্রতিযোগিতায় শাস্ত্রীয় থেকে সমসাময়িক সঙ্গীতের ধারাকে উপস্থাপন করেন প্রতিযোগিরা।
সঙ্গীত প্রতিভা অন্বেষণমূলক এই প্রতিযোগিতার অনুষ্ঠানের উদ্বোধন করেন পেনিনসুলা চিটাগাং-এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন। এই সময় পেনিনসুলার সকল বিভাগের বিভাগীয় প্রধান এবং প্রতিযোগিতার বিচারকমণ্ডলী এবং উর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
প্রতিযোগিতায় বিচারকের দায়িত্ব পালন করেন বিশিষ্ট সঙ্গীতজ্ঞ অজয় চক্রবর্তী, অজয় বণিক এবং প্রবাল প্রবর নাথ।
এই প্রতিযোগিতায় প্রতিযোগীদের কণ্ঠ দক্ষতার পাশাপাশি তাদের মঞ্চে উপস্থিতি, সৃজনশীলতা এবং দর্শকদের সাথে মানসিক সংযোগের উপর গুরুত্ব দিয়ে বিচারকরা সেরা প্রতিযোগি নির্বাচন করেন।
বিচারকদের রায়ে প্রতিযোগিতায় বিজয়ী হয়েছেন মুর্শিদুল আলম, দোলন বড়ুয়া, শাওন দাস এবং খালেকুজ্জামান সাজ্জাদ।
পেনিনসুলা চিটাগাং এর জেনারেল ম্যানেজার সুমেধা গুণবর্ধন জানান, পেনিনসুলা চিটাগাং এর এই প্রতিভা অন্বেষণমূলক প্রতিযোগিতাটি চট্টগ্রামের শিল্প ও সংস্কৃতিতে প্রতিভাবানদের জায়গা করে দিতে একটি প্ল্যাটফর্ম হিসেবে কাজ করছে। এই ধরনের আয়োজন চট্টগ্রামের সঙ্গীত অঙ্গনের বৃদ্ধি ও বিকাশে গুরুত্বপূর্ণ অবদান রাখবে।
পূর্বকোণ/পিআর