চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

৪ লাখ টাকার চোরাই কসমেটিকসসহ ৩ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

২ অক্টোবর, ২০২৩ | ৮:৪০ অপরাহ্ণ

৪ লাখ টাকার চোরাই কসমেটিকসসহ ৩ জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (১ সেপ্টেম্বর) সন্ধ্যায় আকবরশাহ্ থানাধীন সোনামিয়া রেলগেইটের পূর্বপাশের রাস্তার উপর চোরাই মালামাল বেচাকেনার সময় তাদের গ্রেপ্তার করা হয়।

 

এসময় চোরাই কসমেটিকস মালামাল ভর্তি ১টি মিনি কভার্ডভ্যানও জব্দ করার বিষয় নিশ্চিত করেছেন আকবরশাহ্ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওয়ালি উদ্দিন আকবর। গ্রেপ্তাররা হলেন- মো. রুবেল (৩৪), মো. নোমান (৩৫) এবং মাহফুজুর রহমান(৩৭)।

 

ওসি ওয়ালি উদ্দিন আকবর পূর্বকোণকে জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি গত ২৯ সেপ্টেম্বর গভীর রাতে কুমিল্লা জেলার বরুড়া থানা এলাকার স্কয়ার ট্রয়লেট্রিজ লিমিটেডের ডিলার চিত্ত রঞ্জন দে নামের এক ব্যবসায়ীর গোডাউন থেকে আসামিরা তাদের সহযোগীসহ কসমেটিকসগুলো চুরি করে। ১টি মিনি কভার্ডভ্যান ভর্তি কসমেটিকসে রয়েছে- হলো, জুই ন্যাচারাল নারিকলে তেল ২৪০ পিস, জুই হেয়ার- কেয়ার অয়েল ৩৫ পিস, জুই ন্যাচারাল নারিকেল তেলের টিনের কৌটা ১২ পিস, মেরিল মিল্ক সোপবার ৬৪৮ পিস, মেরিল মিল্ক সোপবার ২৮৮ পিস, জুই ন্যাচারাল নারিকেল তেলের টিনের কৌটা ৯৩ পিস, মেরিল বেবি জেল টুথপেষ্ট ৪৮ পিস, মেরিল বেবি টপ টুথ ওয়াশ ৬৮ পিস, মায়া অল ন্যাচারাল হেয়ার ওয়েল ৪৭ পিস, মেরিল বেবি লোশন ৪৫ পিস, মেরিল বেবি অয়েল ৩৯ পিস, সিলেক্ট প্লাস শ্যাম্পু ১৪৩ পিস, মেরিল গ্লিসারিন ১৬০ পিস, ম্যাজিক হারবাল টুথ পাউডার ৫৭৬ পিস, চাকা সুপার হোয়াইট ৬৬০ পিস। এসব উদ্ধার করা হয়।

 

ওসি জানান,  গ্রেপ্তারকৃত আসামি মো. রুবেলের বিরুদ্ধে নগরীর পতেঙ্গা থানায় একটি খুনসহ ডাকাতি, ডবলমুরিংয়ে একটি ডাকাতি, চৌদ্দগ্রাম থানায় একটি ডাকাতির মামলাসহ সর্বমোট ৬টি মামলার তথ্য পাওয়া গেছে। 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট