চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

সর্বশেষ:

বিশ্ব সুন্নী আন্দোলন চট্টগ্রাম জেলার ঈদে আজম শোভাযাত্রা

বিজ্ঞপ্তি

২৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:১১ অপরাহ্ণ

প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহী ওয়া সাল্লামের শুভ আগমন প্রাণের মহান ঈদে আজম উপলক্ষে আল্লামা ইমাম হায়াত আলাইহি রাহমার দিক নির্দেশনায় বিশ্ব সুন্নী আন্দোলন ও বিশ্ব ইনসানিয়াত বিপ্লব, চট্টগ্রাম জেলা শাখার আয়োজনে আনন্দ শোভাযাত্রা ও সালাতু সালাম সমাবেশ অনুষ্ঠিত হয়।

বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) কেন্দ্রীয় নেত্রী সাবিনা খাতুন সাব্বিরের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে থানা ও জেলার নেত্রীবৃন্দ উপস্থিত ছিলেন।

নেতৃবৃন্দরা বলেন, ঈদে আজমের মূল শিক্ষা হলো সত্য ও মানবতার সমাজ রাষ্ট্র বিশ্ব কাঠামো কায়েম করা। না হয় সত্য ও মানবতার বিপরীত কাঠামো কায়েম থাকবে। মিথ্যা-অবিচার-জুলুম-শোষণ-অত্যাচার নিপীড়ন নিগ্রহ এর শিকার হতে থাকবে।

প্রিয়নবীর শুভাগমনের উদ্দেশ্য হলো সত্য ও মানবতার বিপরীত ধারা উৎখাত করে জগতব্যাপী শান্তি ও মানবতার ধারা কায়েম করা।

বক্তারা বলেন, শানে রেসালাত তথা প্রিয়নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর অপার মহিমা বুঝাতে দয়াময় মাবুদের ঘোষণা ‘ওয়ারাফা’না লাকা জিকরাক’ (সুরা ইনশিরাহ, আয়াত : ৪)। সুতরাং প্রিয়নবীর শুভাগমনকে সাধারণ কোনো শব্দে নয় বরং দয়াময় মাবুদ রাব্বুল আলামিন এর সর্বোচ্চ রহমত , নিয়ামতের শোকরিয়া স্বরূপ ‘ঈদে আজম’ হিসেবে পালন করুন।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট