বঙ্গবন্ধু কন্যা ও রাষ্ট্রনায়ক শেখ হাসিনার ৭৭তম জন্মদিন উপলক্ষে উম্মুল কোরান তাহফিজুল কুরআন একাডেমিতে শিক্ষার্থীদের আইপিএস ও বৈদ্যুতিক ফ্যান উপহার দিয়েছে যুবলীগ। বৃহস্পতিবার (২৮ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম মহানগর যুবলীগের সহ সভাপতি দেবাশীষ পাল দেবুর উদ্যোগে আগ্রাবাদ সিডিএ ৫ নম্বর রোড এলাকার প্রতিষ্ঠানটিতে এসব উপহার হস্তান্তর করা হয়।
এসময় উপস্থিত ছিলেন সিডিএ জামে মসজিদের পেশ ইমাম মৌলানা মোহাম্মদ নিজাম উদ্দিন, ইউনিট আওয়ামী লীগের সভাপতি মো. নাহিদ, সাধারণ সম্পাদক মো. কায়সার, যুব সংগঠক কাজী আরিফ, জনি, জুয়েল, টিপু, মনির, আমিনুল ইসলাম, সাজিবুল ইসলাম সজীব, মোহাম্মদ আরমান, মাকসুদুর রহমান, সানি, আজাদ, আকবার জুয়েল, ফাহিম, সানি, শোয়েব, নবী, জাকির, সিরাজ ও হিমেল প্রমুখ।
উপহার বিতরণকালে দেবাশীষ পাল দেবু বলেন, বঙ্গবন্ধু স্বপ্ন দেখেছিল অসাম্প্রদায়িক বাংলাদেশ গঠনের। বাহাত্তরের সংবিধান তিনি যে চারটি স্তম্বের উপর রচনা করেছিলেন তার মধ্যে ধর্ম নিরপেক্ষতা একটি। যুবলীগ বঙ্গবন্ধু সেই স্বপ্ন শেখ হাসিনার সুদূরপ্রসারী নেতৃত্বে বাস্তবায়নের জন্য কাজ করছে। আমরা সকলে মিলেমিশে বাংলাদেশকে উন্নয়নশীল দেশের কাতারে দাঁড় করাতে শক্ত ভিত্ত তৈরি করবো। শেখ হাসিনাই আমাদের অর্থনৈতিক মুক্তি দিতে পারে। আপনার সবাই উনার জন্য দোয়া করবেন।
পূর্বকোণ/আরআর