চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

কোতোয়ালীর দোস্ত বিল্ডিয়ে পুলিশের হানা, হাতেনাতে ধরা ১৬ জুয়াড়ি

নিজস্ব প্রতিবেদক

২৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১:৪৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীর কোতোয়ালী থানাধীন দোস্ত বিল্ডিং থেকে ১৬ জুয়াড়িকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৪০০ টাকা ও ৪ প্যাকেট জুয়া খেলার (তাস) জব্দ করা হয়।

 

মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) রাত ৮টায় তাদের গ্রেপ্তার করা হয়।

 

বিষয়টি নিশ্চিত করেছেন কোতোয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জাহেদুল কবির। তিনি বলেন, দীর্ঘদিন ধরে অভিযোগ ছিল সেখানে নিয়মিত জুয়ার আসর বসছে। এমন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার রাতে দোস্ত বিলিংয়ের তৃতীয় তলার শিল্পী একাডেমির ভেতর থেকে জুয়া খেলা অবস্থায় ১৬ জনকে গ্রেপ্তার করা হয়। এ সময় জুয়ার আসর থেকে নগদ ৭ হাজার ৪০০ টাকা ও ৪ প্যাকেট জুয়া খেলার (তাস) জব্দ করা হয়। গ্রেপ্তার আসামিদের সিএমপি অর্ডিন্যান্স’র ৯৪ ধারার অপরাধে গ্রেপ্তারপূর্বক আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট