চট্টগ্রাম বুধবার, ১৫ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

১০ তরুণ-তরুণীকে টয়োপ পুরস্কার দেবে জেসিআই বাংলাদেশ

অনলাইন ডেস্ক

২৬ সেপ্টেম্বর, ২০২৩ | ৫:০৫ অপরাহ্ণ

অনূর্ধ্ব ৪০ বছর বয়সী দেশের ১০ জন তরুণ-তরুণীদের টেন আউটস্ট্যান্ডিং ইয়াং পারসনস (টয়োপ) পুরস্কার- ২০২৩ দেবে জেসিআই বাংলাদেশ। নিজ নিজ কর্মক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে তরুণদের আন্তর্জাতিক সংগঠন জনিুয়র চেম্বার ইন্টারন্যাশনাল (জেসিআই) প্রতিবছর শতাধিক দেশে তাদের অনন্য সম্মাননা টয়োপ পুরস্কার আয়োজন করে।

 

আগামী ১৩ অক্টোবর রাজধানীর একটি পাঁচ তারকা হোটেলে আনুষ্ঠানিকভাবে এই পুরস্কার প্রদান পর্ব আয়োজিত হবে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী মো. তাজলু ইসলাম।

 

আজ মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানানো হয় জেসিআই এর পক্ষ থেকে। অনুষ্ঠানটি সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন জেসিআই বাংলাদেশের ন্যাশনাল প্রেসিডেন্ট জিয়াউল হক ভূঁইয়া।

 

এতে আরও উপস্থিত ছিলেন জেসিআই এর ডেপুটি ন্যাশনাল প্রেসিডেন্ট ইমরান কাদির, টয়োপ ২০২৩ এর পরিচালক এরফান হক, আহ্বায়ক আব্দুল্লাহ সাফি, সহ-আহ্বায়ক আরেফিন রাফি আহমেদ, আরিজ আফসার খান এবং মুহাম্মদ আলতামিশ নাবিল।

টয়োপ- ২০২৩ সম্পর্কে জেসিআই বাংলাদেশের সভাপতি জিয়াউল হক ভূঁইয়া বলেন, স্মার্ট বাংলাদেশ গড়ে তোলায় দেশের তরুণ সমাজের ভূমিকা অনস্বীকার্য। জেসিআই বাংলাদেশ প্রতিনিয়ত টেকসই উন্নয়নের পথে দেশকে এগিয়ে নিয়ে যাওয়ার উদ্দেশে তরুণদের মধ্যে নেতৃত্ব গুণ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে। টয়োপ-২০২৩ তরুণ প্রজন্মের মধ্যে প্রভাবশালী নেতৃত্বকে অনুপ্রাণিত করার পথে আরেকটি পদক্ষেপ।

 

এ সময় আরও জানানো হয়, ব্যবসা, অর্থনীতি, উদ্যোক্তা অর্জন, রাজনীতি, আইনি বিষয়, সরকারি বিষয়, একাডেমিক নেতৃত্ব, ব্যক্তিগত উন্নতি বা অর্জন, চিকিৎসা উদ্ভাবন, সাংস্কৃতিক অর্জন এবং মানবিক বা স্বেচ্ছাসেবী নেতৃত্ব; এসব ক্যাটাগরিতে ১০ জনকে টয়োপ পুরস্কার দেওয়া হবে। আগামী ৩ অক্টোবর পর্যন্ত পুরস্কারের জন্য মনোনয়ন জমা দেওয়া যাবে। ২০১৩ সাল থেকে ১৮ থেকে ৪০ বছর বয়সী তরুণ- তরুণীদের এই পুরস্কার দিয়ে আসছে জেসিআই বাংলাদেশ।

পূর্বকোণ/পিআর

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট