চট্টগ্রামের লোহাগড়া থানায় দায়ের হওয়া একটি মাদক মামলায় খায়রুল বশর নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। একইসঙ্গে তাকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। মঙ্গলবার (২৬ সেপ্টেম্বর) চট্টগ্রামের দ্বিতীয় অতিরিক্ত দায়রা জজ মোহাম্মদ সরওয়ার আলমের আদালত এ রায় ঘোষণা করেন।
আসামি খায়রুলের গ্রামের বাড়ি কক্সবাজারের টেকনাফ উপজেলার মধ্যম মহেশখালীয়া এলাকায়। তার বাবার নাম বশির আহম্মেদ। এসময় আসামি খায়রুল আদালতে উপস্থিত না থাকায় তার বিরুদ্ধে সাজা পরোয়ানা জারি করা হয়।
আদালত সূত্র জানায়, ২০১৭ সালের ৬ ডিসেম্বর চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগড়া থানার চুনতি খানদীঘি এলাকায় একটি প্রাইভেটকার থেকে ৬ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়। এসময় মাদক পরিবহনের অভিযোগে খায়রুলকে গ্রেপ্তার করা হয়। ঘটনায় তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে কারাগারে পাঠায় লোহাগাড়া থানা পুলিশ।
পূর্বকোণ/আরআর/পারভেজ