পণ্য বিপণনের উপায় হিসেবে র্যাম্প শো এখন বহুল প্রচলিত। সাধারণত এসব শোতে মডেলরা পোশাকসহ বিভিন্ন পণ্য নিয়ে নজরকাড়া সাজে ক্রেতাদের সামনে হাজির হন। তবে পণ্য বিপণন নয়, ব্যতিক্রমী এক র্যাম্প শো হয়েছে চট্টগ্রামে। এতে অংশ নেয় নানা রঙের ঝকঝকে পোশাক, চোখে সাহেবী চশমা পরা বিড়াল। শোতে নানা ভঙ্গিতে হেঁটে দর্শকদের আনন্দ দেয় প্রাণীগুলো।
গতকাল সোমবার নগরীর জামালখানে আয়োজন করা হয় এ র্যাম্প শো এর। চট্টগ্রাম এন্টারপ্রিওনার ফোরাম (সিইএফ) এবং অ্যাকটিভ ই-কমার্স যৌথভাবে এ র্যাম্প শো এর আয়োজন করে। গত রবিবার জামালখান এলাকার এক্সক্লুসিভ হল রুমে তিন দিনব্যাপী পেট শো এবং ক্যাট র্যাম্প শো শুরু হয়। শো এর পাশাপাশি ৩৫টি স্টলে ৩৫ জন নারী উদ্যোক্তা এতে তাদের পণ্য প্রদর্শন করেন। আয়োজকরা জানান, মেলায় খাবার, পোশাক, জুয়েলারিসহ নানা পণ্য প্রদর্শনের পাশাপাশি দর্শনার্থী টানতে নানা জাতের পোষা পাখি ও বিড়াল প্রদর্শন করা হয়। গতকাল দ্বিতীয় দিন বিকাল ৫টায় শুরু হয় জমজমাট ক্যাট র্যাম্প শো। এতে ১৪টি বিড়াল নানা সাজে হেঁটে দর্শকদের আনন্দ দেয়। ক্যাট র্যাম্প শোতে প্রথম, দ্বিতীয়, তৃতীয় হওয়া তিনটি বিড়ালকে পুরস্কৃত করা হয়।
চট্টগ্রাম এন্টারপ্রিওনার ফোরাম (সিইএফ) এর অন্যতম উদ্যোক্তা ফারজানা আরিফ পূর্বকোণকে বলেন, তিনদিনব্যাপী মেলায় দর্শনার্থীদের দারুণ সাড়া পাচ্ছি আমরা। মেলায় পেট শো, ক্যাট র্যাম্প শো এর মতো ব্যতিক্রমী আয়োজন থাকায় নানা শ্রেণি-পেশার মানুষ আসছেন। পণ্য কেনা-দেখার পাশাপাশি এসব আয়োজনে উপস্থিত হয়ে নির্মল আনন্দ নিচ্ছেন। আজ মঙ্গলবার সকাল সাড়ে ১০টা থেকে রাত ১০টা পর্যন্ত মেলা চলবে বলে জানান এই নারী উদ্যোক্তা।
পূর্বকোণ/আরডি