আদালতের নির্দেশে নগরীর ডবলমুরিং থানাধীন টাইগারপাস এলাকার রেইনবো সিএনজি স্টেশন উচ্ছেদ করা হয়েছে। পরে এ সিএনজি স্টেশনটি বন্ধ করে দেয় রেলওয়ে পূর্বাঞ্চলের ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২৫ সেপ্টেম্বর) সকাল ১১টার দিকে এ অভিযান পরিচালনা করেন রেলওয়ে পূর্বাঞ্চলের প্রধান ভূ-সম্পত্তি কর্মকর্তা সুজন চৌধুরী।
এ সময় রেলওয়ে বিভাগীয় ভূ-সম্পত্তি কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) জীষান দত্ত, সহকারী ভূ-সম্পত্তি কর্মকর্তা (পাহাড়তলী) শহীদুজ্জামান ও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ