চট্টগ্রাম বৃহষ্পতিবার, ২৬ ডিসেম্বর, ২০২৪

সর্বশেষ:

এনবিইআর-আইজিএমআইএস রিসার্চ সেন্টার উদ্বোধন

বিজ্ঞপ্তি

২৩ সেপ্টেম্বর, ২০২৩ | ৮:১৭ অপরাহ্ণ

চট্টগ্রাম নগরীতে জাতীয় বিশ্ববিদ্যালয় অধিভুক্ত ইনস্টিটিউট অব গ্লোবাল ম্যানেজমেন্ট এন্ড ইনফরমেশন সিস্টেম (IGMIS) কলেজে গত ২৩ সেপ্টেম্বর উদ্বোধন হলো এনবিইআর-আইজিএমআইএস রিসার্চ সেন্টার। কলেজের বিবিএ শিক্ষক ও শিক্ষার্থীদের গবেষণা কাজকে সমৃদ্ধ করতে বাংলাদেশের খ্যাতিমান অর্থনীতিবিদ ও ন্যাশনাল ব্যুরো অব ইকোনমিক রিসার্চ, বাংলাদেশের চেয়ারম্যান ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ আহসানুল আলম পারভেজের উদ্যোগে এই গবেষণা কেন্দ্রটি প্রতিষ্ঠিত হয়েছে।

উদ্বোধনী অনুষ্ঠানে অধ্যাপক পারভেজের সাথে উপস্থিত ছিলেন গবেষণা কেন্দ্রের তত্ত্বাবধানকারী চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান। অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে চলতি বর্ষে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করতে এক অনুষ্ঠানের আয়োজন হয়। কলেজ মিলনায়তনে অনুষ্ঠিত এই নবীনবরণ অনুষ্ঠানে সভাপতিত্ব করেন কলেজ অধ্যক্ষ এস. এম. জাকির হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজ প্রতিষ্ঠাতা খাদিজা পারভীন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মার্কেটিং বিভাগের সহযোগী অধ্যাপক মো. বজলুর রহমান, সিনিয়র শিক্ষক মো. গোলাম রসুল (সাবেক পরিচালক, চট্টগ্রাম বন্দর)।

প্রধান অতিথির বক্তব্যে অধ্যাপক এস.এম.আহসানুল আলম পারভেজ বলেন, সুষম সমাজ বিনির্মাণের লক্ষ্যে তরুণ প্রজন্মকে মানবকল্যাণমুখী জ্ঞান অর্জন করতে হবে। বিশ্বের সমসাময়িক আধুনিক ধ্যানধারণায় দক্ষ মানবসম্পদ রুপে নিজেকে গড়ে তুলতে হবে। আমাদের রিসার্চ বাড়াতে হবে। বর্তমান সময় ডিজিটাল যুগ। ডিজিটাল যুগে সবকিছুই হাতের কাছে আছে। এর মাধ্যমে গবেষণা বাড়াতে হবে। বিসিএসের পিছনে দৌঁড়ালে হবে না। গবেষণাও থাকা দরকার।

অধ্যক্ষ এস. এম. জাকির হোসেন গবেষণা কেন্দ্র প্রতিষ্ঠায় অমূল্য অবদানের জন্য অধ্যাপক পারভেজের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে বলেন, ‘স্যারের দূরদৃষ্টি, নিষ্ঠা, এবং অটল সমর্থন আমাদের কলেজকে উদ্ভাবন এবং বুদ্ধিবৃত্তিক বিকাশের কেন্দ্রে রূপান্তরিত করেছে। গবেষণা এবং একাডেমিক উৎকর্ষতা বৃদ্ধিতে তার প্রতিশ্রুতি আমাদের ছাত্র এবং শিক্ষকদের জন্য নতুন দিগন্ত উন্মোচন করেছে। আমরা আমাদের প্রতিষ্ঠানের মর্যাদা বৃদ্ধিতে তার ভূমিকার জন্য কৃতজ্ঞ।’

 

অন্যান্য বক্তাগণ উপস্থিত শিক্ষার্থীদের ক্যারিয়ার বিষয়ক বিভিন্ন দিকনির্দেশনা প্রদান করেন। সবশেষে মনোজ্ঞ এক সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে শেষ হয় গবেষণাকেন্দ্র উদ্বোধন ও নবীন বরণ অনুষ্ঠান।

 

 

পূর্বকোণ/এসি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট