চট্টগ্রামের পতেঙ্গার ১২ নম্বর ঘাট এলাকা থেকে লাগেজ ভর্তি অজ্ঞাতনামা খণ্ডিত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বৃহস্পতিবার (২১ সেপ্টেম্বর) সন্ধ্যায় লাশের আটটি খণ্ডিত অংশ উদ্ধার করা হয়।
পতেঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আফতাব হোসেন বলেন, লাগেজে লাশের আটটি টুকরো পাওয়া গেছে। শরীর থেকে মাথা সম্পূর্ণ বিচ্ছিন্ন। লাগেজে শরীরের অন্যান্য অংশ থাকলেও মাথা ছিল না। ধারণা করা হচ্ছে, কেউ তাকে হত্যার পর টুকরো টুকরো করে লাগেজে ভরে ফেলে গেছে।
তিনি আরও বলেন, নিহতের পরিচয় এখনো জানা যায়নি। লাশের পরিচয় নিশ্চিত হওয়ার জন্য এবং ময়নাতদন্তের জন্য লাশ চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে পাঠানো হয়েছে। হত্যার রহস্য উদঘাটনে কাজ করছে পুলিশ।
পূর্বকোণ/জেইউ/এএইচ