দীর্ঘ অপেক্ষার পালা শেষ হচ্ছে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের। গৃহায়ণ ও গণপূর্ত অধিদপ্তরের অধীনে নির্মাণাধীন নগরীর আগ্রাবাদ এলাকার সিজিএস কলোনিতে ৯টি ২০ তলা ভবনের উদ্বোধন হচ্ছে আগামী অক্টোবরে। এরপরই এসব বহুতল ভবনের ৬৮৪টি ফ্ল্যাট সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বরাদ্দ দেওয়া হবে। এতে চট্টগ্রামে কর্মরত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সংকট অনেকটা কমে আসবে।
বিষয়টি নিশ্চিত করে চট্টগ্রাম গণপূর্ত বিভাগ-৪ এর নির্বাহী প্রকৌশলী জহির উদ্দিন আহমেদ পূর্বকোণকে বলেন, ‘সিজিএস কলোনিতে ৯টি ২০ তলা ভবনের নির্মাণ কাজ শতভাগ শেষ। এখন শুধুমাত্র পরিষ্কার পরিচ্ছন্নতার কাজ চলছে। আগামী অক্টোবরই সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বহুল প্রতীক্ষিত এ প্রকল্পের উদ্বোধন করা হবে। মাননীয় প্রধানমন্ত্রী এ প্রকল্পের উদ্বোধন করার কথা আছে।’
সংশ্লিষ্টরা জানান- ২০১৮ সালের ৮ সেপ্টেম্বর আগ্রাবাদ সিজিএস কলোনিতে ৯টি বহুতল ভবনে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য ৬৮৪ ফ্ল্যাট নির্মাণকাজের ভিত্তিপ্রস্তর স্থাপন করেন তৎকালীন গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন। ৯টি পৃথক ২০ তলা বিশিষ্ট এসব বহুতল ভবনের মধ্যে ৬০৫ বর্গফুটের ১৫২টি ফ্ল্যাট, ৮৫০ বর্গফুটের ৩০৪টি ফ্ল্যাট এবং ১ হাজার বর্গফুটের ২২৮টি ফ্ল্যাট রয়েছে।
৩৯৫ কোটি ৪৩ লাখ ৪৭ হাজার টাকা ব্যয়ে ২০১৯ সালের শুরুর দিকে এসব ফ্ল্যাট নির্মাণের কাজ শুরু হয়। এরপর করোনার কারণে কাজে ধীরগতি নেমে আসলেও করোনা পরবর্তী সময়ে পুরোদমে কাজ চালিয়ে নেয় গণপূর্ত অধিদপ্তর। এখন বহুল প্রতীক্ষিত সরকারি কর্মকর্তা-কর্মচারীদের আবাসন সমস্যা নিরসনের এ প্রকল্পের কাজ প্রায় শেষ পর্যায়ে। আগামী অক্টোবরেই প্রকল্পটি উদ্বোধন করা হবে।
সম্প্রতি চট্টগ্রাম সার্কিট হাউজের সম্মেলন কক্ষে অনুষ্ঠিত বিভাগীয় উন্নয়ন সমন্বয় সভায় গণপূর্ত জোন, চট্টগ্রামের আওতাধীন বিভিন্ন উন্নয়নমূলক প্রকল্পের অগ্রগতি বিষয়ক প্রতিবেদন উপস্থাপন করা হয়। এতে সিজিএস কলোনিতে ২০টি ভবন নির্মাণ ছাড়াও ৪০ উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র, ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপন, রাঙামাটি, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলার সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ এবং চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণের আগ্রগতি নিয়ে আলোচনা হয়।
৪০টি উপজেলায় ৪০টি কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র ও চট্টগ্রামে ১টি ইনস্টিটিউট অব মেরিন টেকনোলজি স্থাপনের কাজের অগ্রগতি ৭৭ শতাংশ, রাঙামাটি, লক্ষ্মীপুর ও বান্দরবান জেলার সদর হাসপাতালকে ২৫০ শয্যায় উন্নীতকরণ প্রকল্পের কাজের অগ্রগতি যথাক্রমে ৯৪, ৭৮ ও ৮৪ শতাংশ, চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ কাজের অগ্রগতি ৮৯ শতাংশ, চট্টগ্রামের বিভাগ, জেলা ও উপজেলা পর্যায়ে সর্বমোট ১১৫টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্র স্থাপন প্রকল্পের কাজের অগ্রগতি ৬১ শতাংশ বলে সভায় জানানো হয়।
পূর্বকোণ/আরডি