চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

শিক্ষা দিবস উপলক্ষে সিটি কলেজ ছাত্র সংসদের ফ্রি বাস সার্ভিস

বিজ্ঞপ্তি

২০ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩২ অপরাহ্ণ

জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে চট্টগ্রাম সরকারি সিটি কলেজে সাধারণ শিক্ষার্থীদের জন্য ফ্রি বাস সার্ভিস  চালু করেছে ছাত্র সংসদ। মঙ্গলবার ( ১৯ সেপ্টেম্বর) সিটি কলেজ ছাত্র সংসদের ভিপি মোহাম্মদ তাসিনের উদ্যোগে এই সার্ভিস চালু করা হয়। 

মো. তাসিন বলেন, বঙ্গবন্ধু তনয়া দেশরত্ন জননেত্রী শেখ হাসিনা স্বপ্নের সোনার বাংলা বিনির্মাণে শিক্ষা খাতের যে উন্নয়ন করে যাচ্ছে সেই উন্নয়নের ধারাবাহিকতায় জাতীয় শিক্ষা দিবস উপলক্ষে আজকের এই “ফ্রি বাস সার্ভিস”। আজ থেকে চলমান এইচএসসি পরীক্ষা শেষ না হওয়া পর্যন্ত এই সার্ভিস চালু থাকবে। যেখানে সাধারণ শিক্ষার্থীরা বিনামূল্যে তার গন্তব্য স্থলে পৌঁছাতে পারবেন। এবং আমি আশাবাদী সাধারণ শিক্ষার্থীরা স্বতঃস্ফূর্তভাবে এই আয়োজন উপভোগ করবেন।

এই সময় উপস্থিত ছিলেন সরকারি সিটি কলেজ ছাত্র সংসদের ছাত্র মিলনায়তন সম্পাদক সোহরাব হোসেন সাকিব, ছাত্রলীগের আহ্বায়ক কমিটির সদস্য সোহেল রানা, অভিমিত্র রাজ, আরমান, বিনয় ,আবিদ, ইমন ও ছাত্রী নেত্রী আশরুবা প্রমুখ।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট