চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

চট্টগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে প্রাণ গেল যুবকের

নিজস্ব প্রতিবেদক

১৯ সেপ্টেম্বর, ২০২৩ | ১১:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর আকবরশাহ থানা এলাকায় বিদ্যুৎস্পৃষ্টে সুব্রত দত্ত (২০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত সুব্রত দত্ত লতিফপুর এলাকার কৃষ্ণ দত্তের ছেলে।

 

সোমবার (১৮ সেপ্টেম্বর) দিবাগত রাত ১২টার দিকে লতিফপুর পাক্কার মাথা এলাকার একটি পূজামণ্ডপে এ ঘটনা ঘটে।

 

জানা গেছে, গণেশ পূজা উপলক্ষে মণ্ডপে সাজসজ্জার কাজ চলছিল। দিবাগত রাত ১২টার দিকে সুব্রত ফ্যানের সুইচ দিতে গিয়ে বিদ্যুতের বোর্ডে পড়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়। পরে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে আনা হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

 

বিষযটি নিশ্চিত করেছেন চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালের পুলিশ ফাঁড়ির ইনচার্জ নুরুল আলম আশেক। তিনি বলেন, বিদ্যুৎস্পৃষ্ট এক যুবককে হাসপাতালে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পূর্বকোণ/পিআর/এএইচ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট