চট্টগ্রাম শনিবার, ২৭ জুলাই, ২০২৪

মুসলিম ইনস্টিটিউট প্রকল্প পরিদর্শন মেয়রের

৫ সেপ্টেম্বর, ২০১৯ | ২:৩৪ পূর্বাহ্ণ

চট্টগ্রাম মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মাণ প্রকল্প কাজের অগ্রগতি দেখতে যান সিটি মেয়র আলহাজ আ জ ম নাছির উদ্দীন। তিনি গতকাল বুধবার বিকেলে নগরীর কেসি দে রোডস্থ মুসলিম ইনস্টিটিউট প্রাঙ্গণ পরিদর্শন করেন। গণপূর্ত অধিদপ্তরের উদ্যোগে ২’শ ৩৩ কোটি টাকা ব্যয়ে চট্টগ্রামে মুসলিম ইনস্টিটিউট সাংস্কৃতিক কমপ্লেক্স নির্মিত হচ্ছে। আগামী ৩০শে ডিসেম্বর ২০২০ সালে এই প্রকল্পের কাজ সম্পন্ন করার দিন

ধার্য আছে। এতে দুটি বহুতল ভবন রয়েছে যার একটি ১৫তলা বিশিষ্ট পাবলিক লাইব্রেরি ভবন এবং অপরটি ৮তলা বিশিষ্ট অডিটোরিয়াম ভবন। পরিদর্শনস্থলে গণপূর্ত অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী মোহাম্মদ শাহজাহান মেয়রকে অভ্যর্থনা জানান এবং কাজের অগ্রগতি দেখে মেয়র সন্তোষ প্রকাশ করেন। পরে মেয়র প্রকল্প নিয়ে নির্বাহী প্রকৌশলীর সাথে মতবিনিময় করেন। পরিদর্শনকালে উপস্থিত লোকজনের সাথে আলাপে সিটি মেয়র বলেন, আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত পূর্ণাঙ্গ সাংস্কৃতি কমপ্লেক্স নির্মাণের কৃতিত্ব প্রধানমন্ত্রীর। এজন্য তিনি চট্টগ্রামবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীর নিকট কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি বলেন, একটি বিকাশমান আধুনিক নগরের চাহিদা বিবেচনা করে এই কমপ্লেক্স নির্মিত হচ্ছে। সাংস্কৃতিক কমপ্লেক্সকে কেন্দ্র করে চট্টগ্রাম যেন সাংস্কৃতিকভাবে জেগে উঠে সেটাই আমি প্রত্যাশা করি। তিনি আরো বলেন, কেবল স্থাপনা বা সুযোগ সুবিধা দিয়ে কিছু হবে না, যদি না স্থানীয় মানুষ মানসম্পন্ন অনুষ্ঠান আয়োজন করে কমপ্লেক্সকে চাঙ্গা রাখতে পারে, নাগরিকদের সুষ্ঠু বিনোদন দিতে পারে। এ কমপ্লেক্স নির্মাণের মাধ্যমে চট্টগ্রামের সংস্কৃতি কর্মীদের দীর্ঘদিনের স্বপ্ন বাস্তবায়িত হবে বলে তিনি প্রত্যাশা করেন। এসময় বাংলাদেশ শ্রমিকলীগের যুগ্ম সম্পাদক মুক্তিযোদ্ধা আলহাজ সফর আলী, থিয়েটার ইনস্টিটিউটের পরিচালক আহমেদ ইকবাল হায়দার, সিটি মেয়রের একান্ত সচিব আবুল হাশেম, সহকারী একান্ত সচিব রায়হান ইউসুফ, বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট চট্টগ্রামের সা. সম্পাদক খোরশেদ আলমসহ সাংস্কৃতিক সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।-বিজ্ঞপ্তি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট