চট্টগ্রাম শুক্রবার, ২৭ ডিসেম্বর, ২০২৪

অনুমোদন ছাড়াই দধি, কেক ও বিস্কুট বিক্রি করে মিঠাই, অভিযানে জরিমানা

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৭:১৬ অপরাহ্ণ

বিএসটিআইয়ের অনুমোদন ছাড়াই দধি, কেক ও বিস্কুট বাজারজাত করার দায়ে নগরীর কোতোয়ালী থানাধীন মোমিন রোডের মিঠাই আউটলেটকে ১৫ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তাদের সহযোগিতায় এই অভিযান পরিচালনা করেন।

নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল মামুন জানান, ডিসি হিল এলাকার মিঠাই নামক প্রতিষ্ঠান দধি, কেক, বিস্কুট পণ্যের অনুকূলে পণ্য মোড়কজাতকরণ নিবন্ধন সনদ গ্রহণ করেনি। সনদ ছাড়া এসব পণ্য বিপণনের অপরাধে ‘ওজন ও পরিমাপ মানদন্ড আইনে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে একটি মামলা দায়ের করা হয় এবং দুই ধারায় ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

অভিযানে উপস্থিত ছিলেন, বিএসটিআই চট্টগ্রাম অফিসের কর্মকর্তা প্রকৌশলী মো. মাহফুজুর রহমান এবং সাগর কর্মকার।

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট