চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

বাকলিয়া থানার মামলায় মাদক কারবারির ৫ বছরের কারাদণ্ড

নিজস্ব প্রতিবেদক

১৮ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:২৬ অপরাহ্ণ

নগরের বাকলিয়া থানার ১০ বছর আগের মাদকের মামলায় মোহাম্মদ আব্দুল্লাহ (৪৫) নামে এক আসামিকে ৫ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। সোমবার (১৮ সেপ্টেম্বর) চট্টগ্রামের চতুর্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এ রায় দেন। বিষয়টি নিশ্চিত করেন আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ।

মামলার নথি থেকে জানা যায়, ২০১৩ সালের ১৯ এপ্রিল নগরের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকার আল মদিনা ক্লাবের সামনে থেকে মোহাম্মদ আব্দুল্লাহকে গ্রেফতার করা হয়। এ সময় আব্দুল্লাহর দেহ তল্লাশি করে ২০০ পিস  ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় বাকলিয়া থানার তৎকালীন উপপরিদর্শক (এসআই) মো. আব্দুল করিম বাদী হয়ে মামলা করেন। 

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট