চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

সর্বশেষ:

সড়কের নিচের কালভার্টে সেবাসংস্থার পাইপে আবর্জনা আটকে জলাবদ্ধতা

জিইসি এলাকা

নিজস্ব প্রতিবেদক

১৭ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৪৭ অপরাহ্ণ

সড়কের নিচ দিয়ে যাওয়া কালভার্টের ভিতরে সেবা সংস্থার পাইপের সাথে আবর্জনা আটকে গিয়ে জিইসি মোড়ের জলাবদ্ধতা সৃষ্টি হয়েছে। দুইদিন পর চট্টগ্রাম সিটি কর্পোরেশন (চসিক) নগরীর হঠাৎ ময়লা পানির জলাবদ্ধতার এ কারণ চিহ্নিত করে।

 

গতকাল সন্ধ্যায় তা সমস্যা চিহ্নিত করার পর সমাধানে কাজ শুরু করে চসিকের পরিচ্ছন্ন বিভাগ।

 

পথচারীরা জানান, গত ১৪ সেপ্টেম্বর সকাল থেকে ধীরে ধীরে জিইসি মোড়ের দুর্গন্ধযুক্ত নোংরা পানি সড়কের উপর জমতে থাকে। গতকাল তা কোথাও কোথাও হাঁটুপানি হয়ে যায়। তাতে আশপাশে দুর্গন্ধের জন্য টেকা দায় হয়ে পড়ে। পথচারীরা হেঁটে চলাফেরা করতে পারেনি। অনেক সিএনজি ট্যাক্সি পানিতে বিকল হয়ে পড়ে। এনিয়ে চরম দুর্ভোগে পড়ে সাধারণ মানুষ।

 

চসিকের পরিচ্ছন্ন স্ট্যান্ডিং কমিটির সভাপতি কাউন্সিলর মোবারক আলী পূর্বকোণকে জানান, জিইসি মোড়ে সিটি ব্যাংকের দিক থেকে সেন্ট্রালপ্লাজার দিকে সড়কের নিচ দিয়ে যে কালভার্ট রয়েছে। ফ্লাইওভারের নিচে মিড আইল্যান্ডের নিচে নালার ভিতরে পাইপে বর্জ্য আটকে গিয়ে ভিতরে বাঁধের মত হয়ে গেছে। যেকারণে আর পানি নিষ্কাশন হতে পারেনি। গতকাল সন্ধ্যায় সমস্যা চিহ্নিত হওয়ার পর নালার ভিতরে বাঁধ দিয়ে পানি সেচের কাজ শুরু হয়। রাতের মধ্যে পরিষ্কার করার কাজ শেষ হবে। আশা করা যায় নগরবাসী একটি সুন্দর সকাল দিয়ে দিন শুরু করতে পারবে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট