চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

এক হাজার ৫৯৪ কেজি চিকিৎসা বর্জ্য উদ্ধার, দুই জনের বিরুদ্ধে মামলা

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ৯:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামে অবৈধভাবে ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য মজুত ও প্রক্রিয়াজাতকরণের অভিযোগে দুই জনকে আসামি করে মামলা করেছে পরিবেশ অধিদফতর। শুক্রবার (১৫ সেপ্টেম্বর) পরিবেশ অধিদফতর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের সহকারী পরিচালক রোমানা আক্তার বাদী হয়ে নগরীর চান্দগাঁও থানায় মামলাটি দায়ের করেন। 

মামলায় খাজা ট্রেডিং (ইউনিট-১ ও ২) নামে একটি প্রতিষ্ঠানের মালিক মো. জুবের আলম (৩৮) ও তার ভাই কারখানার ম্যানেজার মো. জুনায়েদ হোসেনকে (৩০) আসামি করা হয়।

পরিবেশ অধিদপ্তর চট্টগ্রাম মহানগর কার্যালয়ের পরিচালক হিল্লোল বিশ্বাস জানান, নগরীর চান্দগাঁও থানাধীন হাজীরপুল মাইজপাড়া এলাকায় অবস্থিত খাজা ট্রেডিং (ইউনিট-১ ও ২)-এ বৃহস্পতিবার (১৪ সেপ্টেম্বর) অভিযান পরিচালনা করে পরিবেশ অধিদপ্তর। অভিযানে কারখানা দুটি থেকে এক হাজার ৫৯৪ কেজি ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্য (ইঞ্জেকশনের খালি ভায়াল, ব্যবহার্য সিরিঞ্জ, সুঁই, ক্যাথেটার, রক্ত সঞ্চালন ব্যাগ, টিউব, ব্যবহার্য প্লাস্টিক ও ধাতব কোটা) জব্দ করা হয়। জব্দকৃত ঝুঁকিপূর্ণ চিকিৎসা বর্জ্যগুলো ইনসিনারেটরের মাধ্যমে ধ্বংস করা হয়।’

 

পূর্বকোণ/আরআর/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট