চট্টগ্রাম শনিবার, ২৬ অক্টোবর, ২০২৪

সর্বশেষ:

আজ ১৬টি স্পিলওয়ের গেট খুলে দেওয়া হবে

কাপ্তাই পানি বিদ্যুৎকেন্দ্র

নিজস্ব প্রতিবেদক

১৫ সেপ্টেম্বর, ২০২৩ | ১২:৫৪ অপরাহ্ণ

কাপ্তাই হ্রদের পানি অতিমাত্রায় বৃদ্ধি পাওয়ায় বিপদ সীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। আজ শুক্রবার সকল ১০টায় কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র কর্তৃপক্ষ স্পিলওয়ের ১৬টি গেট প্রতিটি ৬ ইঞ্চি করে উঠিয়ে পানি নিষ্কাশন করার সিদ্বান্ত নেওয়ার বিষয় প্রশাসনকে চিঠি দিয়ে অবহিত করেছে বলে নোটিশে জানা যায়।

 

যার ফলে ৯০,০০০০ সিএফএস গতিতে পানি নিষ্কাশিত হবে। বর্তমানে পানি লেকের ইনফ্লো ও বৃষ্টিপাত গভীরভাবে পর্যবেক্ষণ করা হচ্ছে। ইনফ্লো আরও পানি বৃদ্ধি পেতে থাকলে স্পিলওয়ের ১৬টি গেট খোলার পরিমাণ আরোও বাড়ানো হতে পারে বলে চিঠিতে উল্লেখ করা হয়েছে।

 

উল্লেখ্য অত্র বিদ্যুৎ কেন্দ্রের ইউনিটসমূহের দ্বারা বিদ্যুৎ উৎপাদনের মাধ্যমে আরো প্রায় ২৫,০০০ সিএফএস পানি নিস্কাশন হচ্ছে। বর্তমানে লেকের পানির উচ্চতা ১০৭.৫৪ ফুট এমএসএল। কাপ্তাই কর্ণফুলী পানি বিদ্যুৎ কেন্দ্র ব্যবস্থাপক প্রকৌশলী এটিএম আব্দুজ্জাহের এ বিষয়ে সকলকে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য চট্টগ্রাম বিভাগীয় কমিশনারসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ দপ্তরের চিঠি দিয়ে অবগত করা হয়েছে।

 

পূর্বকোণ/আরডি

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট