চট্টগ্রাম সোমবার, ১৩ জানুয়ারি, ২০২৫

পাহাড়তলীর মান্না হত্যা মামলায় পিতা পুত্র গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক

১২ সেপ্টেম্বর, ২০২৩ | ৬:১২ অপরাহ্ণ

পাহাড়তলী থানার সরাইপাড়া হাজি আশরাফ আলী সড়কে মো. হোসেন মান্নাকে ছুরিকাঘাতে হত্যা মামলার আসামি জসিম উদ্দিন ও তার ছেলেকে গ্রেপ্তার করেছে পুলিশ। মঙ্গলবার সন্ধ্যায় বিষয়টি নিশ্চিত করেছেন চট্টগ্রাম নগর পুলিশের জনসংযোগ কর্মকর্তা ও  অতিরিক্ত উপ পুলিশ কমিশনার স্পিনা রানী প্রামাণিক। 

তিনি জানান, পাহাড়তলী থানার চাঞ্চল্যকর মার্ডারের ঘটনায় এজাহারনামীয় ১ নম্বর আসামি জসিম উদ্দিন এবং তার ছেলে ৩ নম্বর আসামি মোহাম্মদ রাহাতকে কিশোরগঞ্জের ভৈরব এলাকা থেকে গ্রেপ্তার করা হয়েছে।

উল্লেখ্য, দুই মাস আগে অনুষ্ঠিত চট্টগ্রাম ১০ আসনের উপনির্বাচনের ১০ হাজার টাকা ভাগাভাগি নিয়ে উভয়পক্ষের মধ্যে বিরোধ চলছিল। পরে উভয়পক্ষ মামলাও করে থানায়। রবিবার (১০ সেপ্টেম্বর) দুপুরে পাহাড়তলীর সরাইপাড়া এবতেদায়ী মাদ্রাসার সামনে প্রথমে কথা কাটাকাটি হয় দু’পক্ষের মধ্যে। পরে সেদিনই দুপুর ২টার দিকে জসিমের ছুরিকাঘাতে খুন হন যুবলীগ নেতা হোসেন। এ সময় ছুরিকাঘাতে আহত হন হোসেনের ছেলে অমিতও।

 

পূর্বকোণ/রাজীব/পারভেজ

শেয়ার করুন

সম্পর্কিত পোস্ট