চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ড জেনারেল হাসপাতালে একটি অত্যাধুনিক অ্যাম্বুলেন্স হস্তান্তর করেছে কেডিএস গ্রুপ। মঙ্গলবার (১২ সেপ্টেম্বর) চট্টগ্রাম সেনাবাহিনীর সদর দপ্তরের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষে অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করেন।
হস্তান্তর পর্বে চট্টগ্রাম ক্যান্টনমেন্ট বোর্ডের নির্বাহী কর্মকর্তা শাজিয়া তাহের, কেডিএস গ্রুপের এজিএম (এইচ আর) জাফর আহমেদ, সিনিয়র ম্যানেজার (এইচ আর) সুবির দাশ, প্রটোকল ম্যানেজার সুমন চৌধুরী এবং এইচ আর ম্যানেজার কাজল বড়ুয়াসহ ক্যান্টনমেন্ট বোর্ডের ঊর্ধ্বতন ব্যবস্থাপনা কর্মকর্তা এবং হাসপাতালের চিকিৎসকরা উপস্থিত ছিলেন।
অ্যাম্বুলেন্সের চাবি গ্রহণ করে চট্টগ্রাম সেনাবাহিনীর সদর দপ্তরের স্টেশন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল রেজাউল করিম বলেন, কেডিএস গ্রুপ অ্যাম্বুলেন্স দেওয়ায় এই অঞ্চলের রোগীদের বহনে ব্যাপক ভূমিকা রাখবে বলে আশা।
পূর্বকোণ/রাজীব/পারভেজ