চট্টগ্রামে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু ভাইরাসে আক্রান্ত হয়ে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকিনা বেগম (৫৩) নামে এক নারীর মৃত্যু হয়েছে। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে মৃতের সংখ্যা দাঁড়াল ৬১ জনে। এছাড়া গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। এ নিয়ে চলতি বছরে ডেঙ্গুতে আক্রান্ত রোগীর সংখ্যা সাত হাজার ছাড়িয়েছে।
সোমবার (১১ সেপ্টেম্বর) বিকেলে চট্টগ্রাম জেলা সিভিল সার্জনের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদনে এ তথ্য জানানো হয়। মৃত সকিনা বেগম নোয়াখালীর বাসিন্দা।
প্রতিবেদনে বলা হয়, গত ২৪ ঘণ্টায় ১৫৯ জন ডেঙ্গু আক্রান্ত হয়ে বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন। আক্রান্তদের মধ্যে ১১ জন বিভিন্ন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে, ৪৫ জন চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে, ৩ জন চট্টগ্রাম বিভাগীয় হাসপাতালে, ২৭ জন চট্টগ্রাম সম্মিলিত সামরিক হাসপাতালে এবং ১১জন চট্টগ্রাম সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি হয়েছেন। এছাড়া আক্রান্ত আরও ৬২ জন চট্টগ্রামের বিভিন্ন বেসরকারি হাসপাতালে ভর্তি হয়েছেন।
পূর্বকোণ/আরআর/পারভেজ